ডার্বির আগেই নাচে মাতলেন ডোহার্টি, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের এই মরশুমের প্রথম ডার্বি আয়োজিত হতে আর বেশিদিন বাকি নেই। শুরু হয়ে গেছে টিকিট বিক্রি। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং এটিকে মোহনবাগান দুই দলের খেলোয়াড়রা সারছেন প্রস্তুতি। চলছে কঠোর অনুশীলন। দুই দলের সমর্থকদের মধ্যেও বড় ম্যাচ নিয়ে তৈরি হচ্ছে উন্মাদনা। এরই মাঝে খোশমেজাজে দেখা গেল ইস্টবেঙ্গল দলের তারকা বিদেশি জর্ডান ও' ডোহার্টিকে।
গতকাল ইস্টবেঙ্গল দলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ডোহার্টির একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় তিনি একটি ভারতীয় গানে নাচ করছেন। পোস্টের ক্যাপশনে লেখা, " জর্ডনের নাচেই বুঝিয়ে দিচ্ছে আমাদের দিপাবলীর আগের মেজাজ।"
আইএসএলের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর তৃতীয় ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-১ গোলে জয় লাভ করে লাল হলুদ ব্রিগেড। এরপর থেকেই স্বস্তির পরিবেশ লাল-হলুদ শিবিরে।
শনিবার, ২৯ অক্টোবর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে নামার আগে ডোহার্টির নাচ দেখে নিন এই ভিডিওয়-