ডার্বি নিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল, আনন্দিত কনস্ট্যানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দীর্ঘ দমবদ্ধ পরিবেশ কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস স্টিফেন কনস্ট্যানটাইন ও তাঁর দলের। গতকাল ইস্টবেঙ্গল ফুটবল দলকে দেখা যায় সেই পুরোনো ছন্দে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ডোহার্টি, ক্লেইটন, সুহেরদের মুহুর্মুহু আক্রমণে কার্যত উরে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচ শেষে লাল হলুদ প্রশিক্ষক কনস্ট্যানটাইন জানান তিনি দলের খেলায় খুশি।
দলের নতুন বিদেশি ক্লেইটন সিলভা, কিরিয়াকু এবং জর্ডান ও'ডোহার্টি তিনজনেই গতকাল গোল পান। ৬০ বছর বয়সী ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ ম্যাচ শেষে দলের অনুশীলন, আসন্ন কলকাতা ডার্বি এবং আরও বিভিন্ন বিষয় সাংবাদিক সম্মেলনে কথা বলেন।
স্টিফেন মনে করেন তাঁর দল ধীরে ধীরে ফর্মে ফিরছে। তিনি জানিয়েছেন, "প্রথম দুটি ম্যাচে আমাদের খেলা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমরা এখনো আমাদের দলের সঠিক ভারসাম্য আনার চেষ্টা করছি। প্রথম ম্যাচে কেরলের বিরুদ্ধে প্রথম অর্ধে ভালো খেলি এবং দ্বিতীয় ম্যাচে চেন্নাইনের বিরুদ্ধে আমরা দ্বিতীয় অর্ধে খুব ভাল ফুটবল খেলি। আজ আমরা শুরুও ভালো করেছি এবং শেষও ভালো করেছি। আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত। দল ভাল খেলেছে এবং এটি একটি বড় জয়। এখন আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করছি।"
শেষ দুই ম্যাচে শেষ মুহূর্তেগোল হজম করার কারনে তিনি হতাশ। তিনি বলেন, "সত্যি বলতে আমরা সেট পিস থেকে গোল হজম করায় হতাশ। কিন্তু আমরা তিন গোলে এগিয়ে ছিলাম এভবং প্রত্যেকেই ক্লান্ত ছিলেন। এটি সামান্য মনোসংযোগের অভাবে ঘটেছে। তবে এই বিষয় নিয়ে আমি বেশি ভাবছি না।"
তিনি আগামী ম্যাচ নিয়ে ভাবছেন। এবং লাল হলুদ ব্রিগেডের আগামী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। ডার্বি নিয়ে আত্মবিশ্বাসী স্টিফেন বললেন, "যখন আপনি একটি ম্যাচ জেতেন, আপনি স্বাভাবিক ভাবেই ভাল অবনুভব করবেন। ডার্বিতে যেকোনো কিছু হতে পারে। আমরা এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী।"
আজ ২১ অক্টোবর থেকে ইস্টবেঙ্গল দল বড় ম্যাচের প্রস্তুতি শুরু করবে। নর্থ ইস্ট ম্যাচ জিতে স্টিফেন জানিয়েছেন দল জেতায় তাঁরা খুশি, তবে তাদের প্রবন্ধ কি শেষ? একদমই নয়। এরপরেও এমন অনেক ম্যাচ আসবে এবং ইস্টবেঙ্গল দল ভবিষ্যতেও উন্নতি করতে থাকবে।