লাল-হলুদ গর্বকে সাথে নিয়ে পথচলা শুরু রেড অ্যান্ড গোল্ড লেগাসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : "ছিন্নমূল বাঙালির আকাশ ছোয়ার স্পর্ধা" - এই স্লোগানেই যেন ইস্টবেঙ্গলের পরিচয়। বাঙাল হওয়ার বঞ্চনা, অপমান ও অবহেলাকে স্বাক্ষী রেখে ১০০ বছর ভারতীয় ফুটবলকে দাপিয়ে বেড়িয়েছে ইস্টবেঙ্গল। আর সেই গর্বকে সাথে নিয়ে পথ চলা শুরু করল ইস্টবেঙ্গলের নতুন ফ্যান ফোরাম রেড অ্যান্ড গোল্ড লেগাসি।
এবং পথচলার শুরুর দিনটিও খুবই বিশেষ, ১৫ আগস্ট, দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। এই দিনেই ইস্টবেঙ্গল তাঁবুতে নিজেদের পথ চলা শুরু করেছে রেড অ্যান্ড গোল্ড লেগাসি। এই যাত্রা শুরুর দিনে ক্লাব তাঁবুতে লাল-হলুদ কেক কাটেন ফোরামের সদস্যরা।
ফোরামের যাত্রা শুরু এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, ক্লাবের প্রাক্তন অধিনায়ক অনিত ঘোষ, অভিনেতা কৌশিক চক্রবর্তী ও দেবরাজ মুখার্জি এবং শ্রীময়ী খ্যাত অভিনেতা গুড্ডু। এই ফোরামের সচিব হিসেবে রয়েছেন চন্দ্রবিন্দু খ্যাত গায়ক উপল সেনগুপ্ত। এছাড়া এই ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য এবং অনিত ঘোষ।
সব মিলিয়ে, রেড অ্যান্ড গোল্ড লিগ্যাসির হাত ধরে মাঠে আসুক অসংখ্য মানুষ। এবং ইস্টবেঙ্গলের গর্বকে সাথে নিয়ে সমাজের জন্য কাজ করার বিষয়ও বদ্ধপরিকর তারা।