ডার্বি শেষে শোকস্তব্ধ বাংলার ফুটবল, ময়দান হারাল আরও এক সমর্থক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা ডার্বি মানেই টান টান উত্তেজনা। কলকাতা ডার্বি মানেই বাংলা দুই ভাগে ভাগ হয়ে যাওয়া। হাজার হাজার সমর্থক বাংলার দুই দলকে আঁকড়ে বাচেন সারাজীবন। কিন্তু তারা যখন চলে যান তখন ময়দানে নেমে আসে ঘোর অন্ধকার।
শনিবার, ২৯ অক্টোবর আইএসএলের এই মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে পরাজিত করে এটিকে মোহনবাগান। স্বাভাবিক ভাবেই ভারাক্রান্ত লাল হলুদ সমর্থকদের মন। তবে ম্যাচ শেষের আকস্মিক এক ঘটনায় শোকস্তব্ধ বাংলার সকল ফুটবল সমর্থক।
খবর অনুযায়ী, ম্যাচ চলাকালীন ৩৮ বছর বয়সী বাগুইহাটির ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর সাহা অসুস্থ হয়ে পরেন। সন্ধ্যা ৮ঃ৩০ সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।
তৎক্ষণাৎ তাঁকে এএমআরআই হাসপাতালে নিয়ে যান তার এক বন্ধু এবং একজন বিধান নগর পুলিশ অফিসার। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বাঁচাতে পারেননি তার প্রাণ। ৯টা বেজে ৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খেলা দেখতে এসে একজন ফুটবল সমর্থকের এমন অকাল প্রয়াণে শোকস্তব্ধ এক্সট্রা টাইম বাংলা তথা বাঙালি ফুটবল।