প্রস্তুতি ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচটা পরীক্ষা-নিরীক্ষায় কাটিয়ে দিল ইমামি ও ইস্টবেঙ্গল এফসি। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল।
প্রচুর লাল-হলুদ সমর্থকদের মাঝে সহকারী কোচ বিনো জর্জের অধীনে নামে ইস্টবেঙ্গল। মূলত রিজার্ভ দলই নামায় ইমামি ইস্টবেঙ্গল এফসি, কেবল লালচুংনুঙ্গা, জেরি লালরিনজুয়ালা ও আঙ্গৌসানা মূল দল থেকে খেলেছেন।
ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি ছিল। কিবু ভিকুনার ডায়মন্ড হারবার ঘাম ঝরিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে।এদিকে আক্রমণে মহিতোষ ও ডিফেন্সে নবি হোসেন খান বেশ নজর কাড়েন। ম্যাচে জয় না পেলেও ডুরান্ডের আগে প্রস্তুতির ক্ষেত্রে যথেষ্ট লাভ হল ইমামি ইস্টবেঙ্গল এফসির।