আইএসএলের প্রথম ৬ থাকার আশ্বাস লাল হলুদ ডিফেন্ডার জেরির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দুই ম্যাচে শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলের পয়েন্ট সংখ্যা শুণ্য। লিগে এবার খাতা খুলতে মরিয়া স্টিফেন কনস্ট্যানটাইনের দল। শেষ কয়েকদিন চলেছে কঠোর অনুশীলন। আগামীকাল গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে লিগে ধুকতে থাকা আরও এক দল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল হলুদ তারকা সাইড ব্যাক জেরি লালরিনজুয়ালা। ইস্টবেঙ্গল এফসির মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দলের সম্পর্কে খুটিনাটি বিভিন্ন কথা জানান।
গত ম্যাচ গুলি হেরে যাওয়ায় জেরি হতাশ। তিনি জানান, "আমি একটু হতাশ ম্যাচটি হেরে যাওয়ায়। তবে এটাই ফুটবল। কখনো আমরা জিতব এবং কখনো হারবো। আমাদের আগামী ম্যাচগুলি নিয়ে ভাবতে হবে এবং চেষ্টা করতে হবে জেতার জন্য।"
মিজোরামের ছেলে জেরি নিজের ঘরের মাঠে খেলতে নামার আগে বেশ উৎসাহিত তিনি জানিয়েছেন, "গুয়াহাটিতে খেলার জন্য আমি মুখিয়ে আছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জেতা। আমি শুনেছি আমাদের অনেক সমর্থক খেলা দেখতে যাচ্ছেন। আমরা জিতে তাদের খুশি করতে চাই।"
এর পাশাপাশি ইস্টবেঙ্গলের তরুণ ডিফেন্ডার লালচুনগুঙ্গার পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন জেরি। তিনি বলেছেন, "লালচুনগুঙ্গার প্রথম দুটি ম্যাচে ভাল খেলায় আমি খুশি। তবে আমাদের প্রত্যেক ম্যাচেই মনোযোগী হতে হবে এবং প্রত্যেক দিন উন্নতি করতে হবে। ওঁকে আমি অনুশীলনে অনেক পরিশ্রম করতে দেখেছি। এবং লালচুনগুঙ্গার সাথে আমি ভবিষ্যতেও খেলার জন্য অপেক্ষায় রয়েছি।"
সবশেষে আত্মবিশ্বাসী জেরি বলেছেন, "হ্যাঁ আমাদের শুরুটা ভালো হয়নি ঠিকই, তবে আইএসএলে অনেকগুলি ম্যাচ বাকি আছে। আমি চেন্নাইয়িনে খেলার সময়ও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, সেখান থেকে সেমিফাইনাল খেলি। আইএসএলে অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় এই মরশুমে আমরা প্রথম ৬ দলের মধ্যে থাকতে পারি।"