ভিলেন থেকে নায়ক সুমিত পাসি, রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইকে হারাল ইস্টবেঙ্গল

ইমামি ইস্টবেঙ্গল এফসি - ৪ (সুমিত পাসি - ২, ক্লেইটন সিলভা - ২)
মুম্বই সিটি এফসি - ৩ (গ্রেগ স্টুয়ার্ট, লালিয়ানজুয়ালা ছাংতে)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যাচটি ছিল একেবারেই নিয়মরক্ষার। তবে শক্তিশালী মুম্বই সিটির বিরুদ্ধে যে আক্রমণাত্মক খেলা দেখাল ইমামি ইস্টবেঙ্গল, তা সত্যিই কেউ ভাবতে পারেনি।
এবং এই ম্যাচে ইস্টবেঙ্গলের নায়ক নিঃসন্দেহে সুমিত পাসি। ডার্বিতে আত্মঘাতী গোল, সমর্থকদের কাছে লর্ড আখ্যান পাওয়া - সব কিছুর জবাব মুম্বইয়ের বিরুদ্ধে দিয়ে দিলেন পাসি।
শুরু থেকে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ১৭ মিনিটে হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সুমিত পাসি। এর পাঁচ মিনিট পরে দুরন্ত কার্ল শটে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়ান ক্লেইটন সিলভা।
তবে মুম্বইও হাল ছাড়ার পাত্র নয়। ২৭ মিনিটে বিপিন সিংয়ের ক্রস চেস্ট করে নামান জর্জে পেরেইরা ডিয়াজ, সেই বলটিকে ভলি মেরে গোল করেন গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু ৩৪ মিনিটে আবারও গোল করে ইস্টবেঙ্গল। ক্লেইটনের পাসে উইং থেকে সুমিত ক্রস করতে যান, কিন্তু সেটি ঢুকে যায় গোলে। তবে তার পর দুটি গোল করে মুম্বইকে সমতায় ফেরান লালিয়ানজুয়ালা ছাংতে।
দ্বিতীয়ার্ধে খেলাটা আরও বেশি হাড্ডাহাড্ডি হয়। পরিবর্ত হিসেবে এলিয়ান্দ্রো নামার পর ইস্টবেঙ্গলের আক্রমণ আরও পরিণত হচ্ছিল। এদিকে ৭০ মিনিটের পর মুম্বই ধীরে ধীরে খেলায় ফিরে আসে। কিন্তু খেলার বিপরীত গতিতে গোল করে আবারও এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৮১ মিনিটে আবারও এগিয়ে যায় ইস্টবেঙ্গল, সৌজন্যে ফের অধিনায়ক ক্লেইটন সিলভা।
গোটা ডুরান্ডে একটিও গোল না করতে পারা ইস্টবেঙ্গল মুম্বইয়ের মত দলকে চার গোল দিল। তবে কেবল একটি আত্মঘাতী গোল খাওয়া ইস্টবেঙ্গল তিন গোলও খেয়ে বসল মুম্বইয়ের শক্তিশালী আক্রমণের কাছে।
সব মিলিয়ে, চলতি ডুরান্ড কাপে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে শেষ করল ইমামি ইস্টবেঙ্গল এফসি। তবে যার শেষ ভালো, তার সব ভালো - এমনটাই বলা যায়।