সমর্থকদের কথা আবারও শুনল ইস্টবেঙ্গল, জানুন বিস্তারিত...

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কলকাতা লিগের সুপার সিক্স পর্বে দুটি ড্র করেছে ইস্টবেঙ্গল। তবে দুই ম্যাচেই নজর কেড়েছেন কেরালার তরুণ উইঙ্গার জেসিন টিকে। সন্তোষ ট্রফির নায়ক জেসিনকে তুলেছিল ইস্টবেঙ্গল, এবার নিজের খেলার মাধ্যমে ইতিমধ্যেই সমর্থকদের প্রিয় হয়ে উঠেছেন জেসিন।
আর এর জেরে সমর্থকদের দাবি উঠেছিল, দ্রুত জেসিনকে সিনিয়র দলে আনা হোক। এবার হয়ত সেই কথাই শুনল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। রবিবার সল্টলেক স্টেডিয়ামের অনুশীলন মাঠে ইস্টবেঙ্গলের মূল দলের সাথে অনুশীলনে দেখা যায় জেসিনকে।
যা খবর, হেড কোচ স্টিফেন কনস্টানটাইন দেখে নিতে চান জেসিনকে। অনুশীলনে নজর কাড়লে তাকে সিনিয়র দলে পুরোপুরি রাখার ভাবনা রয়েছে স্টিফেনের। পাশাপাশি আসন্ন কলকাতা ডার্বিতেও জেসিনকে খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
এদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রো ধীরে ধীরে পূর্ণ ফিটনেসের পথে এগোচ্ছেন। রবিবার দলের সাথে পুরো দমে অনুশীলন সারেন এলিয়ান্দ্রো। এছাড়া মূল দলের সাথে অনুশীলন করেছেন অনিকেত যাদবও। সব মিলিয়ে, আসন্ন কলকাতা ডার্বির জন্য নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল।