দুই প্রধানকে ছাড়াই সুপারহিট ডুরান্ড কাপ, দক্ষিণী ডার্বিতে সম্প্রচারকারকদের সার্ভার ক্র্যাশ হল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই বেশ রমরমিয়ে চলছে ডুরান্ড কাপ। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টটি থেকে আগেই নাম তুলে নিয়েছিল এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। তবে ভারতীয় ফুটবলের দুই হেভিওয়েট না থাকা সত্ত্বেও টুর্নামেন্ট জমে যায়, তার জ্বলন্ত উদাহরণ ডুরান্ড কাপ।
এছাড়া আরও একটি কারণ সামনে এল। বাংলার মাটিতে হওয়া এই ডুরান্ড কাপের উন্মাদনা রয়েছে দক্ষিণ ভারতেও। কারণ দক্ষিণের তিনটি দল, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি ও গোকুলাম কেরালা এফসি খেলছে এই টুর্নামেন্ট। এবং এই তিন ক্লাবের খেলার দিন দারুণ সাড়া পান সম্প্রচারকারকরা।
এবারের ডুরান্ড কাপের সম্প্রচার করছে জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম আড্ডাটাইমস। এবং দক্ষিণী ফুটবলের প্রভাব কতটা বেশি, তা টের পেয়েছে আড্ডাটাইম। এই প্ল্যাটফর্মের কর্ণধার রাজীব মেহরা এক্সট্রা টাইম বাংলাকে জানিয়েছে, গত বুধবার বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্সের মধ্যেকার ম্যাচে সার্ভারই ক্র্যাশ করে গিয়েছিল। তথাকথিত এই দক্ষিণী ডার্বি দেখতে এত বেশি দর্শক আড্ডাটাইমের ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করেছিল, যার লোড ও চাপ নিতে পারেনি এই প্ল্যাটফর্ম।
আর এমন সাড়া দেখে একেবারে হতবাক রাজীব মেহরা। তিনি স্বীকার করলেন, বাংলা ছাড়াও দক্ষিণ ভারতে ফুটবলের জনপ্রিয়তা মারাত্মক। এর আগে কেরালা ব্লাস্টার্সের প্রথম ম্যাচেও দারুণ সাড়া পড়ে প্ল্যাটফর্মে। দক্ষিণের আর এক দল গোকুলাম কেরালা এফসির ম্যাচে কিছুটা কম হলেও পরিস্থিতি বেশ ভালোই থাকে। ফলে বলাই যায়, জমজমাটভাবে চলছে এবারের ডুরান্ড কাপ।