ডার্বিতে গোল করতে মুখিয়ে রয়েছেন এটিকে মোহনবাগানের দিমিত্রি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাংলার বড় ম্যাচ শুরু হতে বাকি আর দুই দিন। এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফুটবল দল সেরে নিচ্ছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে এটিকে মোহনবাগানের গত ম্যাচের নায়ক দিমিত্রি পেত্রাতোশ এটিকে মোহনবাগান মিডিয়া দলকে দলের পরিকল্পনা এবং ডার্বি নিয়ে সাক্ষাৎকার দেন।
ডার্বি নিয়ে উৎসাহিত দিমিত্রি বলেন, "এটি অনেক বড় ম্যাচ, অনেক বড় ডার্বি। আমি শুনেছি টিকিট সব বিক্রি হয়ে গেছে। প্রচুর মানুষের সামনে খেলার জন্য আমি উৎসাহিত।"
আগের ম্যাচে হ্যাট্রিক করা দিমিত্রি বলেছেন তিনি চেষ্টা করবেন ডার্বিতেও ভাল খেলার। তিনি চেষ্টা করবেন যাতে দলের সমর্থকরা যেনো আনন্দ পান।
গত ম্যাচে তিনটি গোলের পর তার প্রতি মেরিনার্সদের আশা কয়েকগুণ বেড়ে গেছে। ফলে তিনি চাপ অনুভব করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, "আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি ফুটবল খেলি জয়ের পাশপাশি খেলাটি উপভোগ করতে এবং খেলা দেখতে আসা সমর্থকদের আনন্দ দিতে।"
ডার্বির টিকিট শেষ হয়ে যাওয়ায় তিনি অভিভুত। মেরিনার্সদের এমন সমর্থন দেখে তিনি বলেছেন, "সমর্থকরা এভাবেই গোটা মরশুম আমাদের সমর্থন করতে থাকুক এটাই আমি চাই। আমরা বাকি মরশুম ভাল খেলতে পারলে সমর্থকেরাও এভাবেই সমর্থন করতে থাকবে।"
দিমিত্রি তার সতীর্থদেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন তার সতির্থরা না থাকলে তিনি আগেরদিন হ্যাটট্রিক করতে পারতেন না। তার কাজ সঠিক পজিশন নেওয়া, তার সতির্থরা সঠিক জায়গায় বল বাড়ায় বলেই সে গোল করতে পেরেছে।
দিমিত্রির জানিয়েছেন, "আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ তবে ডার্বি ম্যাচ আমার কাছেও স্পেশাল। আমি সত্যিই এই ম্যাচে গোল করতে চাই। আমি এর আগে অস্ট্রেলিয়ায় বেশকিছু ডার্বি ম্যাচ খেলেছি। তাই ডার্বির সম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে। আমি এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি।"
এটিকে মোহনবাগান দলের গোল করার বিষয় তার উপর অনেকটাই বেশি নির্ভর করছে দল। তবে তিনি সেই বিষয় নিয়ে ভাবছেন না। তিনি বলেছেন, "দলে কে গোল করলো তা নিয়ে আমি চিন্তিত নই। ৩ পয়েন্ট পাওয়া নিয়ে কথা। সেই নিয়েই আমি চিন্তিত।"