মুম্বাই ম্যাচ নিয়ে কোনো চাপ নিচ্ছেন না পেত্রাতোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এটিকে মোহনবাগানের বিদেশি স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস গত বছরের শেষে এসে নিজের ফর্ম ফিরে পায়। তার সাথে তার দল এটিকে মোহনবাগানও লিগটেবিলের প্রথম চারে উঠে আসে। নতুন বছরে লিগ টেবিলের আরও উপরে যাওয়াই টার্গেট সবুজ মেরুণ দলের। সামনে শক্তিশালী মুম্বাই সিটি এফসি। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাইকে হারানোর জন্য বদ্ধপরিকর দিমিত্রি ও তার দল।
চলছে কঠিন অনুশীলন। আক্রমণের জন্য সেট পিস থেকে পজেশনাল ফুটবলএবং রক্ষণ আরও শক্তিশালীর করার জন্য শেষ দশ দিন ধরে প্রস্তুতি সেরেছে ফেরান্দোর দল। এর মাঝে মুম্বাই সিটি এফসি ম্যাচ নিয়ে দিমিত্রি, এটিকে মোহনবাগান মিডিয়া দলকে তার বক্তব্য জানিয়েছেন।
প্রতিপক্ষ মুম্বাইকে নিয়ে পেত্রাতোস জানিয়েছেন, "মুম্বাই শক্তিশালী দল। এখন তারা লিগ শীর্ষে আছে। সেই দলকে হারানোটাই আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। আমি এখানে খেলতে এসে জানতে পেরেছিলাম এটিকে মোহনবাগান একবারও ওদের হারাতে পারেনি। এবারের দুটি ম্যাচও ড্র হয়েছে। শনিবারই হয়তো সেই কাঙ্খিত জয়টা পাব আমরা। প্রত্যেক জিনিসেরই একটা সূচনা থাকে হয়তো দেখবেন সেটাই হবে। কারণ আমাদের টিম দলগত খেলা খেলে। কোনও ব্যক্তির উপর নির্ভর করে খেলে না। গোলের সুযোগ আসবেই। সেটা কাজে লাগাতে পারলে আমরাই জিতব।"
এর সাথে দিমিত্রি যোগ করেছেন, " মুম্বাইয়ের প্রায় সব ম্যাচই দেখেছি। সব বিভাগেই ওদের বেশ কয়েকজন ভাল ফুটবলার আছে। লিগে এখনও অপরাজিত দল ওরা। সেই দলকে হারানোটাই আমাদের কাছে বড় মোটিভেশন। আমাদের দলে নতুন দুজন বিদেশি আসার পর কোচের হাতে অপসন অনেক বেড়েছে। জনি এবং পগবা চোট পেয়ে দেশে ফিরে যাওয়ার পর চার জন বিদেশিকেই নামতে হয়েছে। রিজার্ভে কোনও বিদেশি থাকত না। ফলে কেউ চোট পেয়ে যাওয়ায় কোনও কোনও ম্যাচে আমাদের তিন জন বিদেশি নিয়েও খেলতে হয়েছে। গ্যালেগো এবং স্লাভকো দুজনেই টিম ম্যান এবং ফিট।"
সব শেষে নিজের দলের প্রতি আস্থা রেখে দিমিত্রি বলেছেন, " গোল করে ম্যাচ জেতাতে সবারই ভাল লাগে। আমি দলের হয়ে এখনও পর্যন্ত সর্বাধিক গোল করেছি ঠিক। কিন্তু সেটা সম্ভব হয়েছে সতীর্থরা আমাকে সাহায্য করেছে বলে। আমি বা যে কেউ গোল করুক কিছু যায় আসে না। জেতাটাই আসল লক্ষ্য। আরও একটা কথা বলতে চাই, আমাদের কোনও চাপ নেই। অন্য ম্যাচগুলোর মতোই এই ম্যাচটাকেও আমরা একই ভাবে দেখছি।"