সত্যিই কি ইমামির খসড়াপত্র আসছে ইস্টবেঙ্গলে? জানুন প্রকৃত সত্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেশ কয়েক সপ্তাহ আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর ইমামি গ্রুপ। কিন্তু তারপর দুই-একটি বৈঠকের পর কাজ কিছুই এগোয়নি। যার জেরে চিন্তায় পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা।
তবে গতকাল রাত থেকে বেশ কিছু গুঞ্জন ঘুরে বেড়িয়েছে, শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তির খসড়াপত্র পাঠাতে চলেছে ইমামি গ্রুপ। এবং এই খবরে কিছুটা স্বস্তি এসেছিল সমর্থকদের মধ্যে।
কিন্তু সত্যিই কি চুক্তির খসড়া পত্র আসছে ইস্টবেঙ্গল ক্লাবে? ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে খবর, এখনও অবধি খসড়া পত্র আসা তো দূর, চুক্তির খসড়াপত্র পাঠানো নিয়ে কোনও খবরই আসেনি।
ক্লাবের অন্দরমহল সূত্রে খবর, বেশ চিন্তায় রয়েছেন কর্মকর্তারা। একে এই চুক্তিতে কোনও কিছুই এগোয়নি, তার উপর ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ায় ভালো ও টার্গেট করা খেলোয়াড়রা সই করছে অন্য ক্লাবে। প্রাক চুক্তিতে সই করা খেলোয়াড়রাও থাকবে কিনা সন্দেহ। এর ফলে বেশ চিন্তায় রয়েছে লাল-হলুদ কর্তারা।