তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে ডার্বিতে এই দল নামাতে চলেছে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার মরশুমের প্রথম কলকাতা ডার্বি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামতে চলেছে কার্লোস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ২-০ ফলাফলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ডিফেন্সের ভুলে দুই গোল হজম করে লাল হলুদ ব্রিগেড। নিজেদের রক্ষণ আরও মজবুত করে এবং আক্রমণ ভাগ আরও ধারালো করে বড় ম্যাচে নামতে চলেছে বোরহা হেরেরা-সল ক্রেস্পোরা৷
আরও পড়ুন- এক্সক্লুসিভঃ মাঠে বসে ডার্বি দেখতে পারেন অরিজিৎ সিং!
জাতীয় দলের ফুটবলার এবং নামী বিদেশি থাকায় খাতায় কলমে এগিয়ে মোহনবাগান দল। তবে খুব পিছিয়ে থাকবে না ইস্টবেঙ্গলও। ইস্টবেঙ্গল দলে রয়েছেন বোরহা হেরেরা, সল ক্রেস্পো, জাভিয়ের সিবেরিওর মতো ভাল মানের বিদেশি। এছারাও রয়েছেন নাওরেম মহেশ সিং এবং নন্ধাকুমার। জাতীয় দলের দুই প্রতিভাবান অ্যাটাকিং ফুটবলার।
এছাড়াও ডিফেন্স লাইনে রয়েছে হারমানজ্যোত সিং খাবরা এবং মন্দার রাও দেশাইয়ের মতো অভিজ্ঞ ফুটবলার। বিশেষত খাবরার বড় ম্যাচের অভিজ্ঞতা তাঁর দলকে অনেকটাই সাহায্য করবে। এছাড়াও দলে রয়েছেন ভারতের তারকা গোলকিপার প্রভসুখন গিল। এছাড়াও শোনা যাচ্ছে যে শনিবার সকালে শহরে আসা ক্লেইটন সিলভাও পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামতে পারেন।
গোলকিপার - প্রভসুখন গিল
ডিফেন্ডার - হারমানজ্যোত খাবরা, লালচুননুংগা, জর্ডান এলসে, মন্দার রাও দেশাই
মিডফিল্ডার - বোরহা হেরেরা, সৌভিক চক্রবর্তী, সল ক্রেস্পো
উইঙ্গার - নাওরেম মহেশ সিং, নন্ধকুমার
ফরোয়ার্ড - জাভিয়ের সিবেরিও