সবুজ মেরুণ সমর্থকরা নিরাশ হবেন না! জানালেন হুগো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শেষ ছয় ডার্বি ম্যাচের বিজয়ী এটিকে মোহনবাগান। এই মরশুমের শুরুটা ভাল না হলেও গত ম্যাচে কেরলের মাঠে কেরালা ব্লাস্টার্সকে নাকানী চোবানি খাওয়ায় সবুজ মেরুণ ব্রিগেড। দুদিন বাদেই কলকাতা ডার্বি, তাঁর আগে এটিকে মোহনবাগানের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার হুগো জানিয়েছেন তিনি আত্মবিশ্বাসী।
এটিকে মোহনবাগান মিডিয়া দলকে হুগো বুমোস জানিয়েছেন, " কেরালা ম্যাচ জিতে আমরা আত্মবিশ্বাসী। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচ সবসময় স্পেশাল, এই ম্যাচ সবসময় অন্যান্য ম্যাচের থেকে আলাদা হয়। আমরা তিন পয়েন্ট পাওয়ার জন্য নামব।"
তার নিজস্ব খেলার সম্পর্কে তিনি বলেছেন, " আমি সব সময় আমার সেরাটা দিতে চাই মাঠে, যাতে দল সম্পুর্ণ তিন পয়েন্ট পায়।"
গত মরশুমের আইএসএল ডার্বি ফাঁকা মাঠে খেলতে হয়েছিল হুগোদের। এই মরসুমে ডুরান্ড কাপে প্রথমবার তাঁরা ভর্তি গ্যালারীর স্বাদ পান। জমজমাট যুবভারতী নিয়ে হুগো বললেন, "গত মরসুমে গোয়ায় ডার্বি খেলে ডার্বির সেই আমেজটা আমরা পাইনি। তবে ডুরান্ড কাপে এতো লোকের মাঝে খেলে জিতেছি যা এক অসাধারণ অনুভূতি। যদিও আমরা খুব ভালো খেলতে পারিনি সেই ম্যাচে। এবারে আমরা দর্শকদের সামনে আমরা আমাদের সেরাটা দেব।"
গত মরসুমে ভাল খেলেও আইএসএল জিততে পারেনি এটিকে মোহনবাগান দল। এই বছর বেশ কিছু খেলোয়াড়ও পরিবর্তন হয়েছে। হুগো মনে করছেন তাদের রক্ষণ ভাগ এবং আক্রমণ ভাগে আরেকটু উন্নতি করতে পারলে তাঁরা এবার দেশের সেরা দল হওয়ার জন্য লড়তে পারবে।
ডার্বির কয়েকদিন আগেই সবুজ মেরুন গ্যালারীর সব টিকিট শেষ। সমর্থকদের উদ্দেশ্যে বুমোর বার্তা, " শনিবার যুবভারতী স্টেডিয়ামে দেখা হচ্ছে। আপনারা এসে সমর্থন করুন, আমরা আপনাদের নিরাশ করবো না।"