মস্তানি বন্ধ করে খেলোয়াড় খুঁজুক! দেবব্রত সরকারকে কটাক্ষ দেবাশীষ দত্তের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার যুবভারতীতে অনুষ্ঠিত হল কলকাতার বড় ম্যাচ এবং ম্যাচ শেষে একে অপরকে কটাক্ষ করবেন না দুই দলের কর্মকর্তারা তা কখনো হয়?
টানা ৭ বার কলকাতা ডার্বি জয় মেরিনার্সদের। স্টেডিয়াম থেকে বেড়োনোর আগে উচ্ছ্বসিত এটিকে মোহনবাগান দলের অন্যতম শীর্ষ কর্মকর্তা দেবাশীষ দত্ত কটাক্ষ করতে ছাড়লেন না দেবব্রত সরকারকে।
প্রসঙ্গত ডার্বি ম্যাচের আগের দিন লাল হলুদ দলের শেষ অনুশীলনে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার। অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন ইস্টবেঙ্গল দলের জার্সি পরতে হলে মস্তান হতে হয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পরে গেছিল।
আজ ডার্বি জয়ের পর সেই কথাকেই তুলে এনে দেবাশীষ দত্ত জানান, " ওরা শুধু মস্তানি করে বেড়াচ্ছে। ইস্টবেঙ্গল দলের উচিত এবার মস্তানি বন্ধ করে ফুটবলার খুঁজে আনা। তাতে তাদের দলেরই ভালো হবে।"
যদিও চুপ থাকেননি ইস্টবেঙ্গল কর্তাও। দেবব্রত সরকার হুঙ্কার ছাড়েন, "বর্তমানে মোহনবাগান দলের চেয়ারের ওজন নিতে পারছেন কি না দেবাশীষ দত্ত তা মোহনবাগান সমর্থকেরা বিচার করবেন। আমি মোহনবাগান সভ্য সমর্থকদের কথা মাথায় রেখে কিছু বলছি না। কিন্তু ভবিষ্যতে আমি যদি মুখ খুলি তাহলে সভ্য মোহনবাগান সমর্থকেরা যেনো আমাকে মার্জনা করেন। তারা যেন বোঝেন আমি কথা গুলি দেবাশীষ দত্তকে বলছি, মোহনবাগান দলকে নয়।"