ডার্বি হারলেও লাল হলুদ দল নিয়ে আশাবাদী দেবব্রত সরকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পরপর ৭ টি ডার্বি হার। তাতেও হতাশ নন ইস্টবেঙ্গল দলের অন্যতম শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার। বরং দলের প্রশংসা করে, কোচ এবং খেলোয়াড়দের পাশে দাড়ালেন তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের দেবব্রত সরকার জানিয়েছেন, "দল ভালো খেলেছে। একটা ছোট ভুল থেকে দল গোল খেয়ে যায়। প্রথম অর্ধেই আমাদের দুই গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল, মাঠে সবাই সেটা দেখেছে। একটা ভুল থেকে দল ম্যাচ থেকে বেড়িয়ে গেছে। তবে আমরা প্রত্যেকদিন উন্নতি করছি। নতুন দল। আগামী দিনে আরও উন্নতি করবো। আজকেও গত ম্যাচের দিয়ে আরও ভালো খেলেছি।"
পর পর ৭টি ডার্বি হারার প্রসঙ্গে তিনি বলেছেন, "সাতটা ডার্বি হোক কিংবা ৭ বছর জয়, কি যায় আসে? ম্যাচ তো! প্রথম অর্ধে যদি আমরা দুই গোলে এগিয়ে যেতাম তাহলে আমরা জিততাম। ছোট ভুল থেকেই গোল হয়। আমরা ছোট ভুল থেকেই গোল খেয়েছি। আগামী দিনে এই ভুল গুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।"
স্টিফেন কনস্ট্যানটাইনের পাশে রয়েছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। এই বিষয় দেবব্রত সরকার বলেন, "কোচ দেখেছেন সব কিছু৷ তিনি দলের মেরামত করে নেবেন।"
দেবব্রত সরকার জানিয়েছেন কোচ স্টিফেন কিছু সময় চেয়েছেন দলকে প্রস্তুত করতে এবং তাকে সেই সময় দেওয়া হবে।