ইমামির সহযোগিতায় সমস্ত টুর্নামেন্টে নামবে ইস্টবেঙ্গল, আশাবাদী দেবব্রত সরকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই বাকি দলগুলি যখন মরশুমের জন্য দলগঠন শুরু করেছে, তখন ইস্টবেঙ্গলে দুর্যোগের ঘনঘটা। কবে সই হবে ইস্টবেঙ্গল ও ইমামির চুক্তি? এই নিয়ে চিন্তিত লাল-হলুদ সমর্থকরা।
যদিও ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল ইতিবাচক ইঙ্গিতই দিয়েছেন চুক্তি সইয়ের বিষয়ে, তবে গত দুইবারের অভিজ্ঞতা থেকে সতর্ক ইস্টবেঙ্গল কর্তারা। এবং ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার আশাবাদী হলেও অত্যন্ত সতর্ক।
ইমামির সাথে চুক্তি বিলম্বের জেরে কি সমস্যা তৈরি হয়েছে? এই নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "সমস্যা হবে কেন? এটা আমার জানা নেই। আমরা যখন আগে দুই একবার বসেছি, মনে হয়নি ওরা খারাপ মানুষ। মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের ওনার সাথে কাজ করতে বলেছেন। যদিও আমাদের কাছে দুটি অপশন ছিল, তবে উনি যখন ওদের কথা বলেছেন, তার মানে নিশ্চয়ই ওনাদের উপর ভরসা রয়েছে। আমি জানি না কে বা কারা এই দুরত্ব তৈরি করার চেষ্টা করছে, এটা খুবই দুঃখজনক।"
এরপর ইস্টবেঙ্গল শীর্ষকর্তা আরও বলেছেন, "আমাদের একটা সমস্যা নিশ্চয়ই হবে, যেহেতু চুক্তিপত্র আমরা পাইনি, আমরা তো সদস্যদের ক্লাব, আমাদের সবার মতামত নিতে হবে। সরকার যেমন একা কোনও সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না, তেমনই আমরা যেহেতু সোসাইটি ক্লাব, আমাদের সমস্ত সদস্যদের মতামত নিতে হবে। এক্ষুনি সই করে দাও, এমন পরিস্থিতি যেন না আসে।"
এই বিলম্বের জেরে দলগঠনে অনেকটা দেরি করে নামবে ইস্টবেঙ্গল। এতে কি কোনও সমস্যা হবে? এই নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "শুধু আইএসএল কেন, আমরা আইএসএল খেলার জন্য যা দরকার, যুব দল, মহিলা দল - যা দরকার সমস্ত কিছু আমরা করব। আমরা সব কিছুতে অংশ নেব। এই ভাবেই আমাদের ওনাদের সাথে একপ্রকার আলোচনা হয়েছে। একটা কথাই বলতে পারি, ওনারা আমাদের সাথে সহযোগিতা করবে, আমার এমনটাই মনে হয়।"