হ্যাম্পডন পার্ককে চুপ করিয়ে দিল ক্রোয়েশিয়ার মাস্টারক্লাস, শেষ ষোলোয় মদ্রিচরা

ক্রোয়েশিয়া - ৩ (নিকোলা ভ্লাসিচ, লুকা মদ্রিচ, ইভান পেরিসিচ)
স্কটল্যান্ড - ১ (ক্যালাম ম্যাকগ্রেগর)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মেতেছিল ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড। এবং বলা যায়, দুই দল নিজেদের সর্বস্ব দিয়েছে। কিন্তু ক্রোয়েশিয়া চুড়ান্ত ম্যাচে নিজেদের আসল জাত চিনিয়ে দিল, তবে স্কটল্যান্ড যে লড়াই দেখাল, সত্যিই কুর্নিশযোগ্য।
গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক যেন স্তব্ধ হয়ে গেল ক্রোয়েশিয়ার মাস্টারক্লাসে। বিশ্বকাপের রানার্স আপরা কঠিন ম্যাচে যে লড়াইয়ের পরিচয় দিল, তা সত্যিই অনবদ্য। কিন্তু স্কটল্যান্ডের মরিয়া চেষ্টাকে।দূরে সরানো যাবে না। সব মিলিয়ে, অসাধারণ আক্রমণাত্মক একটি ম্যাচের স্বাক্ষী থাকল ফুটবল।
১৭ মিনিটে একেবারে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন নিকোলা ভ্লাসিচ। কিন্তু ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে স্কটল্যান্ডকে সমতায় আনেন ক্যালাম ম্যাকগ্রেগর। দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড বারবার প্রতি আক্রমণ করায় ডিফেন্স ফাঁকা রেখে দিয়েছিল। আর সেই সুযোগে ৬২ মিনিটে দর্শনীয় ত্রিভেয়া কিকে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। আর ৭৭ মিনিটে মদ্রিচের কর্নার থেকে হেড মেরে ক্রোয়েশিয়াকে পরের রাউন্ডের টিকিট ধরিয়ে দেন ইভান পেরিসিচ।
এদিকে হেড টু হেড ও গোল পার্থক্য সমান থাকলেও চেক প্রজাতন্ত্রের থেকে এক গোল বেশি করার সুবাদে শেষ ষোলোয় উঠে গেল ক্রোয়েশিয়া। অন্যদিকে ইউরো থেকে বিদায় নিল স্কটল্যান্ড।