বাবার মত আগলে রেখেছিলেন ফার্গুসন - গুরুকে পাশে নিয়ে বিশেষ কাহিনী শোনালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উত্থানের পিছনে তার অধ্যাবসায় ও পরিশ্রম অবশ্যই রয়েছে। কিন্তু পর্তুগিজ এই মহাতারকাকে যিনি দিশা দেখিয়েছিলেন, তিনি হলেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এবার ফের নিজের গুরু ফার্গুসনের সাথে সাক্ষাৎ করে পুরোনো স্মৃতিগুলি রোমন্থন করছিলেন রোনাল্ডো।
ম্যানচেস্টার ইউনাইটেডের স্পনসরের আয়োজনে আবারও এক সাথে বসেছিলেন অ্যালেক্স ফার্গুসন ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং সেই সময় পুরোনো কিছু স্মৃতি তুলে ধরেন দুজনেই। ফার্গুসন কার্যত বাবার মতই আচরণ করতেন রোনাল্ডোর সাথে, আর সেরকমই একটি আবেগপূর্ণ কাহিনী শেয়ার করেন রোনাল্ডো।
ম্যানচেস্টার ইউনাইটেডে সেই সময় দুর্দান্ত ফুটবল খেলছিলেন রোনাল্ডো, দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনই। কিন্তু সেই সময় তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, আর সেই সময় গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ ছিল ইউনাইটেডের। কিন্তু তা সত্ত্বেও রোনাল্ডোকে হাসপাতালে যেতে দেন ফার্গুসন।
এই নিয়ে রোনাল্ডো বলেছেন, "সম্ভবত ওনার মনে নেই, কিন্তু আমি বলব কারণ এটি একটি সুন্দর কাহিনী। এক দিন, আমার বাবা হাসপাতালে ভর্তি ছিল, আর আমি খুব কষ্টে ছিলাম, মনমরা হয়ে পড়েছিলাম। আর আমি এই নিয়ে ওনার সাথে কথা বললে উনি বলেন, 'ক্রিশ্চিয়ানো, ওখানে দুই-তিন দিনের জন্য যাও'। আমাদের কঠিন কিছু ম্যাচ ছিল আর সেই মুহুর্তে আমি গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম।"
"তখন কঠিন ছিল কারণ আমাদের কঠিন কিছু ম্যাচ ছিল, কিন্তু উনি আমার পরিস্থিতি বুঝতে পেরেছিলেন এবং আমায় ছেড়ে দিয়েছিল বাবাকে দেখতে যাওয়ার জন্য। আমার কাছে, এগুলি খুব গুরুত্বপূর্ণ জিনিস - চ্যাম্পিয়ন্স লিগ জেতা, প্রিমিয়ার লিগ জেতা, কাপ ও অন্যান্য জিনিস জেতার থেকে। তাই আমায় ওনাকে কৃতজ্ঞতা দিতে হবে কারণ উনি যা আমায় বলে এসেছেন, তা কৃতজ্ঞতার যোগ্য।"