ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পুরোপুরি আবদ্ধ রয়েছেন রোনাল্ডো, আশ্বাস টেন হাগের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ইউরোপা লিগে শেরিফের বিরুদ্ধে ২-০ ফলে জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। এবং এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোলটি রোনাল্ডোর চলতি মরশুমের এবং তার ইউরোপা লিগ কেরিয়ারের প্রথম গোল।
মরশুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য উদগ্রীব ছিলেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু শেষ অবধি ইউনাইটেডেই থেকে যান রোনাল্ডো। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, তাহলে কি রোনাল্ডো পুরোপুরি আবদ্ধ রেড ডেভিলসের সাথে?
এই নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন কোচ এরিক টেন হাগ। ম্যাচের পর রোনাল্ডোকে নিয়ে টেন হাগ বলেছেন, "উনি এই প্রকল্পের সাথে পুরোপুরি জুড়ে রয়েছেন, দলের সাথে একাত্ম হয়ে উঠেছেন। এবং উনি সম্পর্ক তৈরি করছেন ওনার চারিপাশে। তাই আমি খুশি এই বিষয়ে।"
"ওনাকে আরও পরিশ্রম করতে হবে এবং সঠিক ফিটনেসে আসতে হবে। উনি আরও গোল করবেন। উনি সেই পথেই যাচ্ছেন, যদি উনি আরও ফিটনেস পান, তাহলে তিনি আরও গোল করবেন।"
ইউরোপা লিগের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে হারের পর শেরিফের বিরুদ্ধে জয় পায় ইউনাইটেড। রোনাল্ডো ছাড়াও এই ম্যাচে গোল করেন জ্যাডন স্যাঞ্চো।