ঢাকা থেকে বৈঠক সরাতে এসিসিকে বয়কটের চাপ বিসিসিআইয়ের, পাশে এই তিন দেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, যার মূল বিষয় হবে আসন্ন এশিয়া কাপের অনিশ্চয়তা নিয়ে। তবে এই বৈঠককে ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর মূল কারণ হল বৈঠকের স্থান। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এই বৈঠক সরানোর জন্য এসিসিকে চাপ দিচ্ছে বিসিসিআই।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে সেই বৈঠক বয়কট করবে বিসিসিআই। বিষয়টি ইতিমধ্যেই এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই খবর। রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই কারণের জন্য আসন্ন বাংলাদেশ সফরও স্থগিত করেছে বিসিসিআই।
তবে শুধু বিসিসিআই নয়, ঢাকায় এই বৈঠক হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান ক্রিকেট বোর্ড। যদিও একাধিক রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের আবেদনকে পাত্তা না দিয়ে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক আয়োজন করতে উদ্যোগী নকভি।
তবে সেক্ষেত্রে বৈঠকটি নিষ্ফলা হওয়ার সম্ভাবনা বেশি। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশ মোট ২৭টি। এসিসির সংবিধান অনুযায়ী, কাউন্সিলের কোনও বৈঠকে যদি একাধিক গুরুত্বপূর্ণ দেশের ক্রিকেট বোর্ড অনুপস্থিত থাকে, তাহলে সেই বৈঠক অকার্যকর হিসেবে পরিগণিত হবে। ফলে বেশ চাপেই রয়েছে এসিসি ও নকভি, তা বলাই যায়।