অনিকেত যাদবের রিজার্ভ দলে থাকার আসল কারণ জানালেন কনস্ট্যানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ একদিকে জয়ের দেখা নেই ক্লাবে, অন্যদিকে নতুন-নতুন বিতর্কের শিকার হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। সম্প্রতি দলের ডান প্রান্তের উইঙ্গার অনিকেত যাদবকে সংরক্ষিত দলে পাঠানো নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শৃঙ্খলামূলক কারণের জন্য তাকে নিয়ে এমন সিদ্ধান্ত প্রশিক্ষক স্টিফেনের এমন খবর রটে যায় ময়দানে।
স্টিফেন কনস্ট্যানটাইন এই খবরকে সম্পূর্নরূপে নাকচ করে আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন অনিকেতের ভালো না খেলার জন্য তাকে রিজার্ভ দলে পাঠানো হয়েছে। যাতে ম্যাচ খেলার সময় পান এবং খেলার উন্নতি করতে পারেন সেই কারণেই কলকাতা লিগে অনিকেতকে নামানো হয়েছিল।
স্টিফেন বলেন, "অনিকেতকে কোনো শাস্তি দেওয়া হয়নি। অনিকেত ম্যাচে ডান প্রান্ত দিয়ে উঠে বা দিকে ঢুকে শট মারার চেষ্টা করছেন। কিন্তু আমার দলের খেলার স্টাইল অন্যরকম। আমি চাই আমার উইঙ্গার দান প্রান্ত দিয়ে কাতিয়ে উঠে ডান পায় ক্রস করবে । অনিকেত ক্রস করতে পারে তবে তাকে ধারাবাহিক ভাবে ক্রস করতে হবে।"
তিনি আরও জানিয়েছেন, "অনিকেতকে রিজার্ভ দলে পাঠিয়েছি যাতে সে সম্পুর্ণ ৯০ মিনিট খেলার সময় পান। এর সাথে তাঁর আত্মবিশ্বাসও যেন ফিরে আসে। আমি তাকে খেলতে দেখতে চাই। সে কোনো শাস্তি পায়নি। ৯০ মিনিট যদি খেলার সময় না পায় তাহলে সে তাঁর হাড়ানো আত্মবিশ্বাস এবং ফর্ম কীভাবে ফিরে পাবে?"
অন্যদিকে সুমিত পাসিকে নিয়ে লাল হলুদ সমর্থকদের রাগ করা নিয়ে কনস্ট্যানটাইন বলেন," আমার দলে ২৭জন খেলোয়াড় রয়েছেন। সুমিত পাসিকে নিয়ে অকারনে কেন এতো আক্রমণ হচ্ছে তা আমি বুঝতে পারছিনা। সে আগের ম্যাচ ভালো খেলতে পারেনি। তবে সে অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। আমি সুমিতকে কোনো আলাদা উপকার করছিনা। আগেরদিন রিজার্ভ দলের খেলা দেখতে গিয়ে পাসি সম্পর্কে অনেক প্রশ্নব আসতে থাকে। আমাদের সকলকে এই বিষয় একটু সতর্ক হতে হবে ।