চ্যাম্পিয়নস লিগে আবার মেসি বনাম রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে পিএসজির প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ প্রকাশিত হল বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সূচী। সেখানেই ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছেন মেসি ও রোনাল্ডো। ম্যাচের সময় ও স্থান এখনও ঠিক না হলেও দুই মহাগুরু যে মুখোমুখি হচ্ছেন এটা নিশ্চিত । ফলে নড়ে চড়ে বসেছে গোটা ফুটবল বিশ্ব।
দেখে নেওয়া যাক শেষ ষোলতে কে কার মুখোমুখি
★ রিয়াল মাদ্রিদ Vsবেনফিকা
★ লিভারপুল Vs সালজবার্গ
★ ম্যান সিটি Vs ভিয়ারিয়াল
★ আয়াক্স Vs ইন্টার মিলান
★ বায়ার্ন মিউনিখ Vs অ্যাটলেটিকো মাদ্রিদ
★ জুভেন্টাস Vs স্পোর্টিং সিপি
★ ম্যানইউনাইটেড Vs পিএসজি
★ লিলে Vs চেলসি