শেষ মুহূর্তের ধুন্ধুমার লড়াইয়ে অমিমাংসিত চেলসি-ইউনাইটেড ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের গত ম্যাচে লন্ডনের এক ক্লাব টটেনহ্যাম হটস্পার্সকে হারানোর পর আজ ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ছিল আরও এক লন্ডনের বড় দলের সাথে। স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে চেলসির বিরুদ্ধে রোনাল্ডোহীন রেড ডেভিল অবামিয়াং, স্টারলিং, মাউন্টদের চেলসির সাথে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলো।
প্রথমার্ধের প্রথম ৩৫ মিনিট টেন হ্যাগের দল স্ট্যামফোর্ড মাঠে তাদের প্রভাব বিস্তার করে। বেশ কিছু গোলমুখি আক্রমণও তৈরী করে র্যাসফোর্ড, এন্টনি, ব্রুনোরা। তবে গোল পাওয়া থেকে তারা বিরত থাকেন। এরপর রেড ডেভিলদের দাপট রুখতে চেলসি কোচ পটার ম্যাচের মাত্র ৩৬ মিনিটেই প্রথম পরিবর্তন করতে বাধ্য হন।
রক্ষণভাগের কুকুরেল্লাকে তুলে তিনি মিডফিল্ডার কোভাসিচকে নামান। এরপর ঘরের মাঠে কিছুটা খেলায় ফেরে চেলসি। যদিও প্রথম অর্ধের একদম শেষ মুহুর্তে ইউনাইটেডের অ্যান্টনি ম্যাচের প্রথম গোল পাওয়ার খুব কাছাকাছি চলে যায়। তবে তার শট ডান দিকের পোস্টের গা ঘেসে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ০-০ থাকে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে চেলসি প্রশিক্ষক গ্রাহাম পটার আক্রমণাত্মক কৌশল অবলম্বন করেন। ফলস্বরূপ ইউনাইটেড রক্ষণের উপর মুহুর্মুহু আক্রমণে ঝাপিয়ে পড়েন চেলসি আক্রমণ ভাগ। এরই মাঝে ম্যাচের ৬০ মিনিটে চোট পেয়ে উঠে যান ইউনাইটেড ডিফেন্ডার রাফায়েল ভারান। সামনেই বিশ্বকাপ, তার আগেই এমন চোট ফ্রেঞ্চ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়কে আবেগতাড়িত করে তোলে। চোখের জল মুছতে মুছতে তিনি মাঠ ছাড়েন। অন্যদিকে ভারানে উঠে যাওয়ায় চেলসি দল আরও বেশি ভাবে চেপে ধরে টেন হ্যাগের দলকে।
ম্যাচের ৮৪ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের পরিবর্ত খেলোয়াড় ম্যাকটোমিনায় চেলসির স্ট্রাইকার বোরজাকে বক্সের ভিতর ফাউল করে। রেফারি পেনাল্টি দিলে ইউনাইটেড খেলোয়াড়েরা তাকে ঘিরে ধরে প্রতিবাদ জানায়। ভিএআর পেনাল্টির নির্দেশ দিলে ৮৭ মিনিটে জর্জিনহো ডান পায়ের নিখুঁত শটে চেলসিকে ১-০ গোলে এগিয়ে দেয়।
এরপরেই ম্যাচের উত্তাপ কয়েকগুণ বেড়ে যায়। তবে রেড ডেভিলরা শেষ পর্যন্ত হাল ছাড়েননি। ৬ মিনিট অতিরিক্ত সময়ের প্রায় শেষ মুহূর্তে ইউনাইটেড ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোর হেড উপরের বার পোস্টে লেগে মাটিতে ড্রপ খেয়ে চেলসি গোলরক্ষক কেপার হাতে চলে আসে। কিন্তু গোল লাইন প্রযুক্তির সাহায্যে রেফারি জানিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মুহুর্তে সমতায় ফিরেছে। ম্যাচ শেষ হয় ১-১ গোলে।