ক্যাসেমিরোর চকিত শটে হতভম্ব সুইসরা, শেষ ষোলোয় ব্রাজিল

ব্রাজিল - ১ (ক্যাসেমিরো)
সুইজারল্যান্ড - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গ্রুপ পর্বের সব থেকে কঠিন ম্যাচটি খেলে নিল ব্রাজিল, তা বলাই যায়। সোমবার স্টেডিয়াম ৯৭৪ এ সুইজারল্যান্ডের বিরুদ্ধে লড়াকু জয় তুলে আনল সেলেকাওরা। সুইসদের দুরন্ত প্রত্যয় সত্ত্বেও ব্রাজিল কাজের কাজটি করে নকআউট পর্বে যোগ্যতা অর্জন করল।
প্রথমার্ধে ব্রাজিল দাপটের সাথেই শুরু করেছে। বারবার সুইস রক্ষণে হানা দিচ্ছিলেন রাফিনহা, ভিনিসিয়াস, রিচার্লিসনরা। কিন্তু সুযোগ তৈরি করেও গোল হচ্ছিল না। অন্যদিকে সুইজারল্যান্ড যেন কিছুটা রক্ষণাত্মক উপায়ে নিজেদের তুলে ধরেছিল প্রথমার্ধে।
তবে দ্বিতীয়ার্ধে তেড়েফুড়ে শুরু করে সুইসরা। ব্রিল এমবোলোরা বারবার ব্রাজিলের ডিফেন্সে বিপদ তৈরি করছিল। কিন্তু ফাইনাল পাস ও ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি সুইসদের। তবে ব্রাজিল সুযোগ বুঝেই আক্রমণে উঠছিল।
এদিকে ৬৪ মিনিটে ক্যাসেমিরোর পাসে সুন্দর গোল করেন ভিনিসিয়াস, কিন্তু ভিএআর সেটিকে অফসাইডের কারণে বাতিল করে দেয়। এরপর ব্রাজিল খেলায় নিজেদের গতি ও আক্রমণের তেজ আরও বাড়ায়।
অবশেষে ৮৩ মিনিটে গোল করে ব্রাজিল। ভিনিসিয়াসের ইনসাইড পাস ফ্লিক করেন রড্রিগো, আর সেই বল পেয়ে হাফ ভলিতে চকিত শটে সুইস গোলকিপার ইয়ান সোমারকে বোকা বানিয়ে গোল করেন ক্যাসেমিরো।
আর এই গোলের পর সুইসরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। বরং ব্রাজিল আরও গোল পাওয়ার জন্য মুখিয়ে ছিল। শেষ অবধি সুইজারল্যান্ডকে হারিয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শেষ ১৬ এ যোগ্যতা অর্জন করল ব্রাজিল।