ভবানীপুরের কাছে হেরেও দলের প্রশংসা বিনো জর্জের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা লিগের সুপার ৬ রাউন্ডে এখনো পর্যন্ত জয় অধরা ইস্টবেঙ্গল ক্লাবের। প্রথম দুই ম্যাচ ড্রয়ের পর আজ ইস্টবেঙ্গল দল হারের সম্মুখীন হয় ভবানীপুর দলের কাছে। ২-০ ফলাফলে হারার পর প্রশিক্ষক বিনো জর্জ জানিয়েছেন দলের খেলায় তিনি খুশি। লাল হলুদ খেলোয়াড়দের নিয়ে করেছেন প্রশংসা।
বিনো জর্জ এক্সট্রা টাইম বাংলাকে জানিয়েছেন, "দল খুব খারাপ খেলেনি, আপনারা পরিসংখ্যান দেখে নিতে পারেন। আজকের দল, সিনিয়র দলের প্রশিক্ষকের পদ্ধতিতে খেলার চেষ্টা করেছে বল ধরে। বল ধরে তাঁরা ভালোই খেলেছে। শুধু আমরা গোল পাইনি।" তিনি আশাবাদী এই দল থেকে বেশ কিছু খেলোয়াড় প্রধান দলে সুযোগ পাবেন।
এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বীকে খোঁচা মেরে তিনি বলেছেন, "এটিকে মোহনবাগান তো কলকাতা লিগই খেলেনি, সেখানে আমরা অন্তত কলকাতা লিগ খেলেছি। এটি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যেও ভালো খবর। আমরা এখানে একটি দল গঠন করছি। আমরা শেষ ম্যাচেও ভালো খেলেছি। প্রত্যেক ম্যাচেই আমরা একটু একটু করে উন্নতি করছি।"
ডার্বির আগে তিনি এটিকে মোহনবাগান দল নিয়ে বলেন, "এটিকে মোহনবাগান খুবই ভালো দল। তাদের দলে ৭ থেকে ৮ জন ভারতীয় দলের খেলোয়াড় রয়েছে। তবে তাদের দলে গোল করার লোকের অভাব, যদিও এটিকে মোহনবাগানের উইঙ্গার ভালো।"
নিজের দল নিয়ে বিনো জর্জ বলেন, "আমরা দলগত খেলা খেলি, আমরা একটা পরিবার। আমাদের খেলোয়াড়, হেড কোচ এবং অন্যান্য প্রশিক্ষক সকলেই চেষ্টা করছি সমর্থকদের জন্য কিছু করার।"