Bingo KSFL 2022 : কেন্দ্রীয় বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন জেআরএস পাব্লিক স্কুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মধুরেণ সমাপয়েৎ ঘটল বিঙ্গো টেরে মেরে কলকাতা স্কুল ফুটবল লিগ ২০২২। ৩২টি দলের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হয়েছিল শুক্রবার, নিউটাউনের এনকেডিএ স্টেডিয়ামে। এবং প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের মিশেলে ফাইনালের মঞ্চ ছিল জমজমাট।
মেগা ফাইনালে উপস্থিত ছিলেন এটিকে মোহনবাগানের দুই তারকা বিদেশী জনি কাউকো ও হুগো বুমোস এবং তারকা গোলকিপার সুব্রত পাল। এছাড়া উপস্থিত ছিলেন গৌতম সরকার, প্রশান্ত ব্যানার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, ভাষ্কর গাঙ্গুলি, সুকুমার সমাজপতি, তরুণ দের মত অসংখ্য প্রখ্যাত ফুটবলার। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি ও ভবানীপুর ক্লাবের সচিব সৃঞ্জয় বসু।
ফাইনালে মুখোমুখি হয়েছিল জেআরএস পাব্লিক স্কুল এবং কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর। আর কেন্দ্রীয় বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেআরএস। গোল করে সুমন দে, আকাশ ঘোষ ও সৌম্যদীপ কর। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয় জেআরএস পাব্লিক স্কুলের আকাশ ঘোষ।
এদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে জেআরএস পাব্লিক স্কুলের সুমন দে। সর্বোচ্চ স্কোরার হয়েছে বাঁশদ্রোণী চাকদহ বিদ্যামন্দিরের বিশ্বজিত দাস। সেরা গোলকিপার হয়েছে জেআরএস পাব্লিক স্কুলের সুরজিত দে। এবং ফেয়ার প্লে ট্রফি পেয়েছে যাদবপুর এনকে পাল আদর্শ শিক্ষায়তন।
চ্যাম্পিয়ন জেআরএস পাব্লিক স্কুলের হাতে পুরস্কার তুলে দেন সমরেশ চৌধুরী ও গৌতম সরকার।
করোনা অতিমারিকে কাটিয়ে ফিরে এসেছিল বিঙ্গো টেরে মেরে কলকাতা স্কুল ফুটবল লিগ। এবং টুর্নামেন্টের তৃতীয় সংস্করণটি গতবারের তুলনায় আরও বড়, আরও জাঁকজমক উপায়ে আয়োজিত হয়েছে।
কলকাতা এবং বাংলার মোট ৩২টি স্কুল এই স্কুল ফুটবল লিগে অংশগ্রহণ করেছে, এবং জমজমাটি খেলার দৃশ্য দেখা গিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে। আইটিসির সহযোগিতায় ও স্পোর্টস কানেক্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ডিজিট্যাল পার্টনার এক্সট্রা টাইম বাংলা।