ইস্টবেঙ্গলকে হারিয়েও আফসোস ভবানীপুর কোচ রঞ্জন চৌধুরীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ময়দানের অন্যতম বড় ক্লাব ইস্টবেঙ্গলকে সদ্য কলকাতা লিগের সুপার ৬ রাউন্ডে হারিয়েছেন, তবু আফসোস যাচ্ছেনা ভবানীপুর প্রশিক্ষক রঞ্জন চৌধুরীর। জিতেন মুর্মু এবং ক্রিজোর গোলে ২-০ ম্যাচ জয়ের পর রঞ্জন চৌধুরী এক্সট্রা টাইম বাংলাকে জানিয়েছেন তিনি দলের খেলায় খুশি তবে মহামেডান ম্যাচটি যদি তাদের সুপার ৬ এর প্রথম ম্যাচ না হত তাহলে তাদের লিগ জেতার সম্ভবনা আরও বেশি হত।
ইস্টবেঙ্গলের মতন বড় ক্লাবকে হারিয়ে ভবানীপুর দল আত্মবিশ্বাসী। কোচ রঞ্জন চৌধুরী মনে করছেন যদি মহামেডান ম্যাচটি এই সময় হত তাহলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।
রঞ্জন চৌধুরী জানিয়েছেন, "ইস্টবেঙ্গল দল অনেক ব্যালেন্সড দল, তাদের হারাতে পেরে আমি খুব খুশি। তবে আমি আগেও বারবার বলেছিলাম যে মহামেডান ম্যাচ পরে করতে। তখন কেউ কথা শোনেনি এখন যদি খেলা হত তাহলে আমার দলের জন্য ভাল হত। তখন আমার দল থেকে বেশ কিছু খেলোয়াড় বেরিয়ে গিয়েছিল। আমার সারাজীবন আফসোস থেকে যাবে।"
যদিও লিগ নিয়ে আশা ছাড়ছেন না ভবানিপুর প্রশিক্ষক। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি। তাই তিনি মনে করেন এখনো অনেক কিছু হতে পারে।
অন্যদিকে আসন্ন ডার্বিতে কে এগিয়ে আছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, "ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ আগের থেকে প্রেডিক্ট করা মুশকিল। সেদিন যে ভালো খেলবে সেই জিতবে। তবে আমার মনে হয় যেহেতু এটিকে মোহনবাগান দলের খেলোয়াড়রা আগের মরশুম থেকে এই দলে রয়েছেন তাই আমার মনে হয় মোহনবাগান একটু হলেও এগিয়ে থাকবে।"
অন্যদিকে বড়দলের বিরুদ্ধে গোল করে খুশি জিতেন মুর্মু। তিনি জানিয়েছেন কোচ যেমন বলেছেন তেমন তিনি করেছেন। তাই গোল পেয়েছেন।
এক্সট্রা টাইম বাংলায় তিনি জানিয়েছেন, "বড় দলের বিরুদ্ধে সবাই ভালো খেলতে চায় এবং জিততে চায়। সেই ভাবেই আমাদের কোচ আমাদেরকে উৎসাহ দিয়েছে। আমরা জানতাম এই ম্যাচ জিতলে পরের ম্যাচের জন্য আমরা এগোতে পারবো।" তবে মহামেডান ম্যাচ নিয়ে তাঁর মুখেও আফসোস শোনা গেলো। তিনি মনে করেন যদি সেই ম্যাচটি ড্র হত, তাহলেও তাদের দলের জন্য ভাল হত।