সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে পুনরায় মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে লড়ার জন্য পুনরায় মনোনয়ন জমা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। আর এর জেরে আবারও এই বিষয়ে আলোচনা উঠল।
আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, ওনার এই মনোনয়রন প্রস্তাব পাঠানো হয়েছে অন্ধ্র ফুটবল অ্যাসোসিয়েশন থেকে, এবং তা স্বীকৃতি দেওয়া হয়েছে রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে।
সদ্য ফিফার নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্ট কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস বাতিল করার ঘোষণা করে। গত মঙ্গলবার রিটার্নিং অফিসার উমেশ শর্মা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকের জন্য নতুন তারিখ ঘোষণা করেন।
আগামী ২ সেপ্টেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নয়াদিল্লির হেডকোয়ার্টারে এই নির্বাচন হবে, এবং ২ বা ৩ সেপ্টেম্বর ফলাফল ঘোষণা হবে।