বিশ্বসেরা খেলোয়াড়, তবু নিষ্পাপ আবেদন করিম বেঞ্জেমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল জগৎ সদ্য নতুন ব্যালন ডি ওর বিজেতা পেয়েছেন। গত এক যুগ ধরে বিশ্ব সেরার দৌড়ে রাজত্ব করেছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঝে শুধু একবার এই শিরোপার বিজয়ী ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। এই বছর সেরার শিরোপা জিতলেন গত মরশুমের ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং দেশের হয়ে নেশন লিগ বিজয়ী করিম।
বিশ্ব সেরা ফুটবলার নির্বাচিত হলেও, করিম বেঞ্জেমার জেতার খিদে কমেনি কোনো অংশেই। জিততে চান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ এবং রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ।
আসন্ন ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরের দিনই ৩৫ বছর বয়সী হতে চলেছেন বেঞ্জেমা। সর্বোচ্চ বয়সী হিসেবে ব্যালন ডি ওর জেতার রেকর্ডও তিনি গড়েছেন। বিশ্ব সেরা খেলোয়াড় হওয়ার পর, মঞ্চে দাঁড়িয়ে তিনি তাঁর এই শিরোপা সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন। যা পরবর্তী সময় তিনি নিশ্চিত করেন যে তার এই মন্তব্যে কোনো রকম রাজনৈতিক ছোঁয়া নেই। বরং তিনি যেখান থেকে আজ এই জায়গায় উঠে এসেছেন সেই মানুষদের তিনি তার সেরার শিরোপা উৎসর্গ করেছেন।
প্রথমবার ব্যালন ডি ওর শিরোপা পেলেও তাঁর মধ্যে কোনো রকম অহংকার লক্ষ্য করা যায়নি। তার বদলে তিনি জানিয়েছেন ৩০ বছর বয়স হওয়ার পর থেকে তিনি আরও বেশি উচ্চাকাঙ্খী হয়ে উঠেছেন। তিনি আরও টুর্নামেন্ট জিততে চান। তিনি জানিয়েছেন, "আমি এখনো উচ্চাকাঙ্খী, আমি ফ্রান্স দলের সাথে বিশ্বকাপ খেলতে
যেতে চাই।"
গত মরশুমে মাদ্রিদের হয়ে ৪৬ ম্যাচে ৪৪ গোল করা এবং চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করা বেঞ্জেমা বিশ্ব সেরার শিরোপা জিতেও এমন নিষ্পাপ আবেদন আবেগ তাড়িত করে তুলেছে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের।
ব্যালন ডিওর জয়ের দৌড়ে দ্বিতীয় স্থানে ছিলেন সেনেগাল তারকা সাদিও মানে এবং তৃতীয় স্থানে শেষ করেন বেলজিয়াম এবং ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েন। চতুর্থ হয়েছেন সদ্য বার্সেলোনা দলে যোগ দেওয়া স্ট্রাইকার লেওয়ানডোস্কি। এছাড়াও ব্যালন ডিওর ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় লিওনেল মেসি এবছর তালিকাতেই ছিলেন না। এবং ৫ বারের ব্যালন ডিওর বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যালন ডিওর তালিকায় জায়গা পেয়েছেন ২০ নম্বর স্থানে।