ডুরান্ডে বর্ণবিদ্বেষের শিকার হল বেঙ্গালুরু এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি ও ইন্ডিয়ান এয়ার ফোর্স। আর সেই ম্যাচে বায়ুসেনার দলকে ৪-০ ফলে হারায় বেঙ্গালুরু। তবে ম্যাচে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়ায় বর্ণবাদ।
ম্যাচের পর বেঙ্গালুরু এফসির তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের দলের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সেখানে দলের এক খেলোয়াড়ের উপর প্রতিপক্ষের বর্ণবাদের আক্রমণের অভিযোগ ওঠে।
রয় লিখেছেন, "ছেলেরা খুব ভালো করেছে, তবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের জয়ের আনন্দ থেমে গিয়েছিল যখন আমরা শুনি যে একজন ফুটবলার আমাদের এক সতীর্থের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য ছুঁড়েছেন। ফুটবল মাঠে সৎ উপায়ে খেলা উচিত, নিজের প্রতিপক্ষকে ছোট করার সুযোগ করা উচিত নয়। বর্ণবাদকে না বলুন।"
এরপর খোদ বেঙ্গালুরু এফসি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পেশ করে জানিয়েছে, "বেঙ্গালুরু এফসি জেনেছে যে মঙ্গলবার সন্ধ্যেতে ডুরান্ড কাপের ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের তরফ থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য উড়ে এসেছে আমাদের এক খেলোয়াড়ের উপর। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে যোগাযোগ রেখেছি। আমাদের বার্তা পরিষ্কার, বর্ণ ও জাতিবিদ্বেষের কোনও জায়গা নেই এখানে। ফুটবল সবার জন্য।"
এবং এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ এই অভিযোগ উঠছে সরাসরি ভারতীয় বায়ুসেনার উপর। ফলে এখন দেখার, এই পরিস্থিতিটি কিভাবে সামলায় ডুরান্ডের আয়োজকরা।