জাতীয় চ্যাম্পিয়নশিপে নামার আগে বাংলার অনুর্ধ্ব ১৭ মহিলা দল পেল বড় স্পনসর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মাসে আসামে আয়োজিত হবে সাব জুনিয়র জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। আর এই টুর্নামেন্টে নামতে চলেছে বাংলার অনুর্ধ্ব ১৭ মহিলা দল। এবার এই দলের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিল আইএফএ।
বিশিষ্ট গহনা প্রস্তুতকারী সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বাংলার অনুর্ধ্ব ১৭ মহিলা দলের স্পনসর হিসেবে জুড়ল। দলের জার্সিতে থাকবে সেনকোর নাম।
এই নিয়ে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত বলেছেন, "সেনকো ব্র্যান্ডটির সাথে আমরা পরিচিত। আমরা খুশি যে ওরা এই দলের স্পনসর হতে সম্মত হয়েছে। আমি আশাবাদী এই জোটবন্ধন আগামী দিনে আইএফএর কাছে আরও সংস্থাকে আনবে।"
এদিকে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, যিনি নিজে এই মেয়েদের দল তৈরিতে বড় উদ্যোগ নিয়েছেন, তিনি বলেছেন, "আমরা সেনকোর কাছে কৃতজ্ঞ আমাদের স্পনসর করার জন্য। আশা করি এটি মেয়েদের বাড়তি অনুপ্রেরণা দেবে আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য।"
শেষে, আইএফএ এর কোষাধ্যক্ষ অনির্বাণ দত্ত বলেছেন, "আমি শুভঙ্কর সেনের কাছে যাই বাংলার অনুর্ধ্ব ১৭ মহিলা দলের জন্য। ফুটবলের প্রতি চরম আবেগের জেরে উনি সম্মত হয়েছেন। সেনকোর আগমণে আমরা খুবই খুশি।"