প্রস্তুতির সময় কম, তবুও হাল ছাড়ছেন না বাংলা কোচ বিশ্বজিৎ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দমন ও দাদরাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলা দল। ম্যাচে জোড়া গোল করেন নরহরি শ্রেষ্টা এবং রবি হাঁসদা, আর পরিবর্তন হিসেবে পঞ্চম গোলটি করেন সৌভিক কর।
এরপর বুধবার বাংলা সন্তোষ ট্রফির তৃতীয় ম্যাচটি খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। কিন্তু তার আগে হাতে মাত্র একটি দিনই সময় পাচ্ছে বাংলা দল, ফলে প্রস্তুতি কতটা জোরদার হবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই নিয়ে এক্সটাই বাংলাকে দেওয়া ফোনারাপে বাংলা দলের হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, "আমরা ১২ ঘণ্টা বিশ্রাম না নিয়েই কালকে সকালে প্র্যাকটিস করতে যাব। প্রস্তুতি কতটা হবে সেটা বুঝতে পারছি না, তবে কাজটা আমাদের করতে হবে। আমরা চেষ্টা করছি খেলোয়াড়দের যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার এবং কিভাবে আমরা প্রস্তুতি নেব সেই বিষয়ে খেলোয়াড়দের সাথে আমরা কথা বলে নিয়েছি।"
মাত্র একদিনের বিরতি নিয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে হবে বাংলা দলকে এর ফলে প্রস্তুতিটা কি অনেকটাই কম হচ্ছে? প্রথম দুটি ম্যাচ থেকে যে ভুল গুলো হয়েছে, সেগুলো শুধরে নেওয়ার আদৌ কি সময় পাবে বাংলা দল?
এই নিয়ে বাংলা হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছেন, "এটার তো কোন সুযোগ নেই আমাদের কাছে। অনুশীলনে আমাদের কেবল এক ঘন্টাই সময় থাকে। তবে কখন বাস আসবে? কখন আমাদের নিয়ে যাবে? যখন বাস ঢুকবে তখন হয়তো দেখব প্র্যাকটিসের অর্ধেক সময় পেরিয়ে গিয়েছে। সুতরাং সেই নিয়ে কিছু বলা মুশকিল। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি, এই অল্প সময়ে যতটুকু সম্ভব ততটা প্রস্তুতি নেওয়ার।"