ফিফা বিশ্বকাপের আলো জ্বালাবে বাংলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দোরগোড়ায় ফিফা ফুটবল বিশ্বকাপ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এর মাঝেই ভারতীয় ফুটবলভক্তদের জন্য এলো সুখবর। বিশ্বকাপ এবার আলোকিত হবে ভারতের সাহায্যে।
খবর অনুযায়ী, সম্প্রতি বিএমসি ইলেকট্রোপ্লাস্ট নামক এক সংস্থা ফিফা বিশ্বকাপে বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করার অনুমতি পেয়েছে। বাংলার এই সংস্থা প্রথম ভারতীয় সংস্থা হিসাবে এই সুযোগ পেয়েছে বলে জানা যায়। কাতারে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপে বিএমসি সংস্থা ট্রান্সফর্মার সরবরাহ করতে চলেছে।
বিএমসির তরফে এই বিষয় একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছে, "কাতার বিশ্বকাপে শক্তি যোগাবে বিএমসি ইন্সট্রুমেন্ট ট্রান্সফর্মার। ফুটবলের মতো এক সুন্দর খেলার মাধ্যমে সর্বজনীন শান্তি এবং অন্তর্ভুক্তি প্রচারে আমাদের বিনম্র অবদান এটি।"
আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে ২০ নভেম্বর থেকে যার ফাইনাল ১৮ই ডিসেম্বর। আয়োজক দেশ কাতারে মোট আটটি স্টেডিয়ামে ম্যাচগুলি আয়োজিত হবে। আল বাইত স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে কাতার এবং ইকুয়েডর। ফাইনাল খেলা হবে লুসাইল স্টেডিয়ামে।