মরণবাঁচন ম্যাচে জিততে থাকা বায়ার্নের মুখোমুখি ধুঁকতে থাকা বার্সিলোনা, দেখুন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচডেতে মুখোমুখি দুই হেভিওয়েট এফসি বার্সিলোনা ও বায়ার্ন মিউনিখ। জার্মানিতে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে নামার আগে বেশ ফোকাসড কাতালান জায়ান্টরা। এক পয়েন্ট জোগাড় করতেই হবে এই ম্যাচ থেকে বার্সার, আর খেয়াল রাখতে হবে যেন বেনফিকা হারে।
এই পরিস্থিতিতে লা ব্লগরানারা খুব একটা ভালো ফর্মে নেই। সদ্য রিয়াল বেটিসের কাছে লা লিগায় হারে এফসি বার্সিলোনা। এদিকে সমস্ত টুর্নামেন্টে শেষ নয় ম্যাচে মাত্র তিনটি জয় বার্সিলোনার।
এদিকে বায়ার্ন মিউনিখ বেশ ভালো ছন্দে রয়েছে। সদ্য ডের ক্লাসিকেরে অ্যাওয়েতে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৩-২ ফলে জেতে বায়ার্ন মিউনিখ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ডাইনামো কিয়েভের কাছে ২-০ ফলে জিতেছিল বায়ার্ন। ঘরের মাঠে একেবারে অপ্রতিরোধ্য বায়ার্ন। গত ম্যাচডেতে বার্সিলোনাকে ক্যাম্প ন্যুতে ৩-০ ফলে হারিয়েছিল বাভারিয়ানরা।
তবে বার্সিলোনার বিরুদ্ধে নামার আগে বেশ কিছু খেলোয়াড়দের পাবে না বায়ার্ন। জোশুয়া কিমিচ, মাইকেল কুইসান্স ও এরিক চুপো-মোতিংকে পাচ্ছে না বায়ার্ন। এদিকে বৌনা সার, মারসেল সাবিতসার ও জোসিপ স্টানিসিচ চোটের কারণে বাইরে। ডর্টমুন্ডের বিরুদ্ধে লুকাস হার্নান্ডেজ চোট পেয়ে অনিশ্চিত। যদিও ডায়োট উপামেকানো ফিরছেন, আর জামাল মুসিয়ালা ও মার্ক রোকা ফিরতে চলেছেন।
বার্সিলোনার কথা বললে, অনিশ্চিত হয়ে পড়েছেন আনসু ফাতি। এদিকে খেলতে পারবেন না মার্টিন ব্র্যাথওয়েট, সের্জিও আগুয়েরো, পেদ্রি ও সের্জি রবের্তো। এছাড়া রিয়াল বেটিস ম্যাচে মাথায় চোট পাওয়া গাভিও অনিশ্চিত। তবে প্রথম একাদশে ফিরতে চলেছেন ফ্রেঙ্কি ডে জং। আর উসমান ডেম্বেলেকে নামাতে পারেন জাভি।
বায়ার্ন মিউনিখের সম্ভাব্য একাদশ - ম্যানুয়েল নয়্যার (গোলকিপার), বেঞ্জামিন পাভার্ড, নিকলাস সুলে, ট্যানগায় নিয়ানঝৌ, ক্রিস রিচার্ডস, মার্ক রোকা, লিওন গোরেতস্কা, সের্গেই গ্ন্যাবরি, টমাস মুলার, জামাল মুসিয়ালা, রবার্ট লেওয়ানডস্কি।
এফসি বার্সিলোনার সম্ভাব্য একাদশ - মার্ক আন্দ্রে টের স্টেগেন (গোলকিপার), সের্জিনো ডেস্ট, রাফায়েল আরাউজো, জেরার্ড পিকে, জর্ডি আলবা, নিকো গোঞ্জালেজ, সের্জিও বুসকেটস, ফ্রেঙ্কি ডি জং, উসমান ডেম্বেলে, মেম্ফিস ডিপে, ফিলিপে কুটিনহো।