ঘরের মাঠে লজ্জার হার! ক্যাম্প ন্যুতে বার্সিলোনাকে বোতলবন্দী করে রাখল বায়ার্ন মিউনিখ

এফসি বার্সিলোনা - ০
এফসি বায়ার্ন মিউনিখ - ৩ (টমাস মুলার, রবার্ট লেওয়ানডস্কি - ২)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মেসি-পরবর্তী যুগে এফসি বার্সিলোনার অবস্থা কেমন হবে, এ নিয়ে আশঙ্কা করেছিলেন অনেকেই। আপাতত ভালোমতই চললেও এবার মরশুমের প্রথম হারের সম্মুখীন হতে হল বার্সিলোনাকে। আর সেই হার হজম হল শক্তিশালী বায়ার্ন মিউনিখের কাছে।
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে একেবারেই ছন্দে খেলেনি মেম্ফিস ডিপেরা, বরং বলা ভালো, খেলতে দেয়নি বায়ার্ন। আক্রমণাত্মক ফুটবলের দাপটে বার্সিলোনাকে কার্যত বোতলবন্দী করে রেখে দিয়েছিল জুরগেন নাগেলসম্যানের বায়ার্ন। এমনই আক্রমণ করেছে বায়ার্ন, যে জার্মান জায়ান্টদের বক্সে ঢুকে চাপ তৈরি করার সুযোগই পায়নি বার্সা।
৩৪ মিনিটে লেরয় সানের পাস পেয়ে ২০ গজ থেকে শট মারেন টমাস মুলার, যা এরিক গার্সিয়ার গায়ে লেগে গোলে ঢুকে যায়। গার্সিয়ার গায়ে লেগে যাওয়ায় বুঝতেই পারেননি গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। এরপর ৫৬ মিনিটে জামাল মুসিয়ালার শট পোস্টে লাগে, আর সেই রিবাউন্ড থেকে গোল করে রবার্ট লেওয়ানডস্কি। আর শেষে ৮৫ মিনিটে সের্জ গ্ন্যাবরির শট পোস্টে লাগে, যার রিবাউন্ড থেকে সহজেই গোল করেন লেওয়ানডস্কি।
তবে এই হার শাপে বর হতে পারে এফসি বার্সিলোনার জন্য। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের দূর্বলতাগুলিকে নিশ্চয়ই নোট করেছেন কোচ রোনাল্ড কোয়েম্যান। এবং আশা করা যায়, সেই ভুলগুলি থেকে শিক্ষা নেবে বার্সা।