ইউরোপা লিগেই বার্সিলোনা, বায়ার্ন মিউনিখের কাছে বড় হারে বিদায় ব্লগরানাদের

বায়ার্ন মিউনিখ - ৩ (টমাস মুলার, লেরয় সানে, জামাল মুসিয়ালা)
এফসি বার্সিলোনা - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১ শতাংশ সুযোগ, ৯৯ শতাংশ আশা - কার্যত এই সমীকরণ নিয়েই আলিয়াঁজ এরিনায় বায়ার্নের ডেরায় নেমেছিল বার্সিলোনা। তবে কঠিন ভবিতব্যের সামনে পড়তেই হল বার্সাকে। ক্যাম্প ন্যুয়ের মত নিজেদের ঘরেও বার্সিলোনাকে ৩-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ।
শুরুতে বার্সিলোনা ভালো ফুটবল খেলছিল, হাই প্রেসিং ও দুর্দান্ত প্রত্যয় নিয়ে শুরু করেছিল জাভির ছেলেরা। তবে ধীরে ধীরে বার্সিলোনায় হাই লাইন ডিফেন্সকে ধরে নেয় বায়ার্ন। ৩৪ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির ক্রসে হেড করে গোল করেন টমাস মুলার। ১০ মিনিট পর, বক্সের বাইরে থেকে গোলার মত শটে গোল করেন লেরয় সানে।
এরপর দ্বিতীয়ার্ধে একই পরিস্থিতি তৈরি হয়। বার্সিলোনা আক্রমণের চেষ্টা করলেও কোনও ফল আসে না। এদিকে বায়ার্ন আক্রমণের ঝড় তোলে। ৫০ মিনিটে মাত্র দুই গজ থেকে গোল করতে পারেননি সানে। যদিও ৬২ মিনিটে আলফানসো ডেভিসের পাসে ট্যাপ ইন করে গোল করেন জামাল মুসিয়ালা।
আর এর জেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল এফসি বার্সিলোনা। লিসবনে ডাইনামো কিয়েভকে ২-০ গোলে হারায় বেনফিকা, যার জেরে বিদায় নিশ্চিত হয়ে যায় বার্সিলোনার। ফলে ইউরোপা লিগে যেতে হচ্ছে কাতালান জায়ান্টদের।