সম্পত্তি বিক্রি করে নিজেদের সোনালী অতীতকে ফিরিয়ে আনতে চাইছে এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম হেভিওয়েট দলের নাম হল এফসি বার্সিলোনা। সদ্য ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে কাতালান জায়ান্টরা। গত মরশুমের ব্যর্থতা ভুলে এই মরশুমে বড় সাফল্য আনতে মরিয়া জাভির বার্সিলোনা।
কিন্তু একটিই সমস্যা বার্সিলোনাকে সাফল্য থেকে আটকে রেখেছে, আর তা হল অর্থ। গত বছর লিওনেল মেসির বিদায়ের অন্যতম কারণ ছিল বার্সিলোনার বিপুল আর্থিক দেনা ও খেলোয়াড়দের বিশাল পরিমাণ বেতন। প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো দেনা রয়েছে বার্সিলোনার।
এদিকে এই বিপুল দেনা সত্ত্বেও চলতি ট্রান্সফার উইন্ডোতে ১৫৩ মিলিয়ন ইউরো খরচ করে খেলোয়াড় এনেছে বার্সিলোনা। রবার্ট লেওয়ানডস্কি, রাফিনহা, জুলস কুওন্ডের মত তারকাদের এনেছে ক্লাব। কিন্তু কিভাবে এই অর্থগুলি পাচ্ছে বার্সিলোনা?
এর উত্তর হল, নিজেদের সম্পত্তি বিক্রি করে দেনা মেটাচ্ছে বার্সা। বার্সিলোনার সভাপতি জোয়ান লাপোর্তা চেষ্টা চালাচ্ছেন, যাতে দেনা ও বেতনের পরিমাণ কমিয়ে আর্থিক স্থিতিশীলতা আনা যায় ক্লাবে। আর সেই কারণে একাধিক ইকোনমিক লিভার চালু করেছে বার্সিলোনা।
নিজেদের টেলিভিশন স্বত্ত্বাধিকারের ২৫ শতাংশ বার্সিলোনা বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লগ্নিকারী ফার্ম সিক্সথ স্ট্রিটকে, প্রায় ৪০০ মিলিয়ন ইউরোতে। এরপর বার্সিলোনা নিজেদের বার্সা স্টুডিও, যা ক্লাবের ডিজিটাল ব্যবসা ও অজিও-ভিজুয়াল প্রোডাকশনের কাজ সামলায়, তা ১০০ মিলিয়ন ইউরোতে ২৪.৫ শতাংশ বিক্রি করেছে সোসিওস ডট কমকে। এরপর ১ আগস্টে আরও ২৫ শতাংশ বিক্রি করেছে মার্কিন লগ্নিকারী ফার্ম জিডিএ লুমাকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে।
কয়েক সপ্তাহের ব্যবধানে, প্রায় ৬০০ মিলিয়ন ইউরো যোগাড় করেছে বার্সিলোনা। এছাড়া নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ স্পনসরশিপে চুক্তিবদ্ধ হয়েছে অনলাইন গানের স্ট্রিমিং সংস্থা স্পটিফাইয়ের সাথে।
এছাড়া একাধিক খেলোয়াড়কে ছাঁটাই করে বেতনের বিল কমানোর উদ্যোগ নিয়েছে বার্সিলোনা, কারণ লা লিগায় নির্দিষ্ট বেতনের বিল রাখতে হয় প্রতিটা ক্লাবকে, যা বার্সিলোনা ছাড়িয়ে গিয়েছিল।