আমাদের এই হারাটা জরুরি ছিল - বায়ার্নের বিরুদ্ধে হেরে কি বললেন বার্সা কোচ জাভি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ফলে পরাজিত হয় বার্সিলোনা। আর এই হারের সাথে টানা দ্বিতীয় বছর চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সিলোনা। যদিও বুধবার ভিক্টোরিয়া প্লজেনের বিরুদ্ধে ইন্টারের জয় বার্সিলোনার বিদায় নিশ্চিত করে দিয়েছিল।
আর এই হারে স্বাভাবিকভাবেই হতাশ বার্সিলোনার হেড কোচ জাভি। গ্রুপে কেবল একটিই ম্যাচ জিতেছে বার্সিলোনা এবং তৃতীয় স্থানে থেকে ইউরোপা লিগে খেলবে বার্সা।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে জাভি বলেছেন, "এটা আমাদের বাস্তবতা আর আমাদের এটা মানতেই হবে। হয়ত এই হারাটা আমাদের দরকার ছিল, যাতে আমরা আরও উন্নত হতে পাই।"
"আজ সব শেষ হয়েই গিয়েছিল, অনেক দেরি হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে আসার অন্যতম কারণ হল আগের ম্যাচগুলিতে করা আমাদের ভুল, আমরা আক্রমণে প্রভাব ফেলতে পারনি। আমরা খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের আবারও নিজেদের তুলে অন্যান্য ট্রফির জন্য লড়াই করতে হবে।"
এদিকে ইন্টার মিলানের বিরুদ্ধে ৩-৩ ফলে ম্যাচ ড্র করাটা নিয়ে হতাশায় ভুগছেন জাভি। তিনি বলেছেন, "ইন্টারের বিরুদ্ধে সেই ম্যাচটা আমায় সব থেকে বেশি আঘাত করেছে, সেই ম্যাচে আমরা নিজেদের ভাগ্যের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তবে আমাদের একত্র থাকতে হবে, আমাদের সমর্থকরা আমাদের পাশে থাকবেন। খুব ভালো লেগেছে শেষ অবধি ক্যাম্প ন্যুতে ৮৫ হাজারের বেশি মানুষ আমাদের পাশে থাকায়। খারাপ লাগছে মাঠে আমরা সেই খেলা দেখাতে পারিনি।"