মরণবাঁচন ম্যাচে ইউক্রেনকে টেক্কা অস্ট্রিয়ার, উত্তর ম্যাসেডোনিয়াকে বাস্তবতা চেনাল নেদারল্যান্ডস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গ্রুপ সি এর শেষ দুই ম্যাচের পরিস্থিতির মধ্যে বড় পার্থক্য ছিল। একদিকে পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াইয়ে নেমেছিল অস্ট্রিয়া ও ইউক্রেন। অন্যদিকে অনামী উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নিতে নেমেছিল নেদারল্যান্ডস।
ইউক্রেন - ০
অস্ট্রিয়া - ১ (ক্রিস্টফ বাউমগার্টনার)
এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। সোজা হিসেব, যে জিতবে, সে যাবে শেষ ষোলোয়। হাড্ডাহাড্ডি লড়াই চললেও আক্রমণ বেশি করেছিল অস্ট্রিয়া। ২১ মিনিটে ডেভিড আলাবার কর্নারে গোল করেন ক্রিস্টফ বাউমগার্টনার।
তবে আরও বেশি গোল পেতে পারত অস্ট্রিয়া। মার্কো আর্নাউটোভিচ দুটি বড় সু্যোগ মিস করেছেন। ইউক্রেন চেষ্টা চালিয়ে গিয়েও লাভ হয়নি। আর এই জয়ের জেরে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল অস্ট্রিয়া। অন্যদিকে ইউক্রেনকে অপেক্ষা করতে হবে সেরা চার তৃতীয় স্থানাধিকারী দলের একজন হওয়ার জন্য।
উত্তর ম্যাসেডোনিয়া - ০
নেদারল্যান্ডস - ৩ (মেম্ফিস ডিপে, জর্জিনিও উইনালডাম - ২)
এমন অসম লড়াইয়ে কার্যত উত্তর ম্যাসেডোনিয়াকে বাস্তবতা দেখিয়ে দিল নেদারল্যান্ডস, যেখানে এই ইউরোয় কতটা শক্তিশালী হয়ে নামতে হয়। ম্যাসেডোনিয়া শুরুটা বেশ ভালো করেছিল। কিন্তু ২৪ মিনিটে মেম্ফিস ডিপের গোলে সেই জারিজুরি স্তব্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে ডাচদের জয়ের সরণিতে আনেন অধিনায়ক উইনালডাম।
তবে ম্যাচের পরে দারুণ কাজ করে নেদারল্যান্ডস। উত্তর ম্যাসেডোনিয়ার প্রবীণ ফরোয়ার্ড গোরান পান্ডেভ এই ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আর সেই কারণে ডাচ দলের তরফ থেকে পান্ডেভকে জার্সি উপহার দিলেন অধিনায়ক জর্জিনিও উইনালডাম।