এটিকে মোহনবাগানের যুব দলের স্কাউটিং হবে এই দিনগুলিতে, গুরুদায়িত্বে জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আগামী মরশুমের শক্তিশালী দল তৈরি করছে এটিকে মোহনবাগান। তবে শুধু সিনিয়র দলই নয়, এবার জুনিয়র বিভাগেও এটিকে মোহনবাগান শক্তিশালী দল তৈরি করতে মরিয়া। এর আগে যুব দল থেকে কিয়ান নাসিরি, আর্শ আনোয়ার, সুমিত রাঠি ও ফারদিন আলি মোল্লার মত প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন সিনিয়র দলে।
যুব খেলোয়াড়দের উন্নয়নে বিশ্বাসী জুয়ান ফেরান্ডো এবার এটিকে মোহনবাগানের যুব দল তৈরি করতে উদ্যোগী। তিনি চাইছেন, যুব দলে নির্বাচিত ফুটবলাররা দেশের বিভিন্ন টুর্নামেন্ট ও ফেডারেশনের বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নিক। আর সেই কারণে বিভিন্ন বয়সভিত্তিক দলের জন্য ট্রায়ালের আয়োজন করেছে এটিকে মোহনবাগান।
এই ট্রায়াল থেকে খেলোয়াড় বাছবেন কোচ জুয়ান ফেরান্ডো। এবং তাকে সহায়তা করবেন সহকারী কোচ বাস্তব সহ অন্যান্য সাপোর্ট স্টাফ। অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৫ ও অনুর্ধ্ব ১৮ দলের ট্রায়াল আয়োজিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে।
আগামী ২০-২২ জুন অনুর্ধ্ব ১৮, ২৪-২৬ জুন অনুর্ধ্ব ১৫ এবং ২৮-৩০ জুন অনুর্ধ্ব ১৩ বিভাগের ট্রায়াল আয়োজিত হবে। প্রতিটি ট্রায়াল শুরু হবে সকাল সাড়ে সাতটায়।
এদিকে অনুর্ধ্ব ১৩ দলের ট্রায়ালের জন্য খেলোয়াড়দের জন্ম হতে হবে ১ জানুয়ারি ২০১০ এর পর। অনুর্ধ্ব ১৫ এর ক্ষেত্রে ১ জানুয়ারি ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০০৯ এর মধ্যে জন্মাতে হবে। আর শেষে অনুর্ধ্ব ১৮ এর জন্য ১ জানুয়ারি ২০০৫ থেকে ৩১ ডিসেম্বর অবধি খেলোয়াড়রা অংশ নিতে পারবেন। এবং এই ট্রায়ালে বয়সের মাপকাঠির মধ্যে পড়লে যে কোনও ফুটবলার অংশ নিতে পারবে। কেবল বয়সের প্রমাণপত্রের জেরক্স কপি ও বয়স মাপক পরীক্ষায় পাস হতে হবে।