ডার্বির রঙ সবুজ মেরুণ, শিল্পীর নাম হুগো

এটিকে মোহনবাগান- ২ (হুগো বুমো ৫৬', মনবীর ৬৫')
ইস্টবেঙ্গল- ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শেষ ছয়টি কলকাতা ডার্বিতে জয় নেই ইস্টবেঙ্গল দলের। আজ, ২৯ অক্টোবর আইএসএলের এই মরশুমের প্রথম ডার্বিতেও ভাগ্য বদলালো না লাল হলুদ ব্রিগেডের। ভালো খেলেও স্টিফেন কনস্ট্যানটাইনের দল, সোল্ড আউট যুবভারতীতে হার মানলো শিল্পী হুগোর জাদুতে এবং বিশাল কাইথের হার না মানা লড়াইয়ের কাছে।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন এটিকে মোহনবাগান দলের খেলোয়াড়রা। অন্যদিকে নিজেদের রক্ষণ ভাগ গুছিয়ে নিয়ে প্রতি আক্রমণের চেষ্টা করে লাল হলুদ ব্রিগেড। দুই উইং থেকে বল ধরে আক্রমণে ওঠায় মোহনাবাগান দলের আক্রমণগুলি বেশ কিছু গোলের সুযোগ তৈরী করে। ম্যাচের ৫ মিনিটেই প্রায় গোল করে ফেলেছিলেন আজ দলে ফেরা শুভাশিস বোস। ইস্টবেঙ্গল বক্সের বাঁদিক থেকে তার জোরালো শট পোস্টের ধার ঘেঁষে বেড়িয়ে যায়।
অন্যদিকে ১৬ মিনিটে সেম্বোইয়ের গোলের মধ্যে রাখা হেড দক্ষতার সাথে বাঁচিয়ে দেন গোলরক্ষক বিশাল কেইথ। এরপরের মিনিটেই ইস্টবেঙ্গলের সিলভা প্রায় ১ঃ১ পজিশনে বল পেয়ে যায়। সেখান থেকেও গোল ছেড়ে বেরিয়ে এসে বল ধরে নেন বিশাল।
ম্যাচের ৩১ মিনিটে ইস্টবেঙ্গল বক্সে ৩ জনকে কাটিয়ে ঢুকে গেলেও গোলে বল রাখতে পারেননি এটিকে মোহনবাগানের হুগো। অন্যদিকে ম্যাচের সময় বৃদ্ধির সাথে সাথে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিবাদ ধাক্কা এবং চোরাগোপ্তা ফাউলও বাড়তে থাকে।
প্রধমার্ধে দুইবার পেনাল্টির আবেদন করে ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। মোহনবাগান বক্সে ক্লেইটন এবং ডোহার্টিকে ফাউল করা হয়েছে বলে তারা দাবি করেন, কিন্তু রেফারি তা নাকচ করেন। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ০-০।
ম্যাচের প্রথমার্ধে মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত আক্রমণ-প্রতি আক্রমণ হলেও দ্বিতীয়ার্ধের শুরুটা অনেক ধীর গতিতে হয়। দুই দলই বল ধরে বিল্ড-আপের চেষ্টা করে।
এরই মাঝে ৫৬ মিনিটে লাল হলুদ বক্সের অনেকটা বাইরে দিয়ে হুগোর দুরপাল্লার গ্রাউন্ডার শট ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিতের ভুলে বল জালে জড়িয়ে যায়।
৬৫ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে দেয় মনবীর সিং। পেত্রাতোসের পাস ধরে বক্সের ডান দিক থেকে মনবিরের শট ইস্টবেঙ্গল ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।
৬৯ মিনিটে কিরিয়াকুর দুরপাল্লার শট বিশাল কাইথ সেভ করেন। এছাড়াও ইস্টবেঙ্গল দল বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌছে গেলেও সবুজ মেরুণ রক্ষণভাগের খেলোয়াড়েরা তা প্রতিহত করতে সক্ষম হন।
ম্যাচের সেরা নির্বাচিত হন এটিকে মোহনবাগানের হুগো বুমো। তবে আজকের ডার্বির আরেক নায়ক এটিকে মোহনবাগান দলের গোল রক্ষক বিশাল। তার একের পর এক গোল মুখী শট সেভের কারণেই ক্লিন শিট নিয়ে ম্যাচ শেষ করে জুয়ান ফেরান্দোর দল।