এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে এফসি নাসাফের দূর্বলতা খুঁজে বের করছে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুবাইয়ে কঠিন প্রস্তুতি সারার পর অবশেষে উজবেকিস্তানে আসল এটিকে মোহনবাগানের ২২ সদস্যের দল ও কোচ-সাপোর্ট স্টাফরা। দুবাইয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করার পর এবার উজবেকিস্তানে শেষ মুহুর্তের প্রস্তুতি সারতে চাইছে সবুজ-মেরুণ ব্রিগেড।
আগামী ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের ঘরের টিম এফসি নাসাফের বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনালের প্রস্তুতি সারতে দুবাইয়ে একেবারে ক্লোজড ডোর অনুশীলন রেখেছেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস। মূলত দুবাইয়ে সেট পিসের পরীক্ষা-নিরীক্ষার উপরেই জোর দেওয়া হয়েছে।
এদিকে দুবাইয়ে ভিডিও অ্যানালিসিসের মাধ্যমে এফসি নাসাফের গত তিন-চারটি খেলা দেখেছে এটিকে মোহনবাগান দল। আর সেই কারণে উজবেকিস্তানে হাবাস আলাদা করে অনুশীলন করবেন প্রীতম কোটাল, শুভাশিস বোস, আশুতোষ মেহতা ও লিস্টন কোলাসোর সাথে, যেখানে তারা উইং থেকে আক্রমণে উঠবে এবং নাসাফের উইংকে আটকাবে।
এদিকে উজবেকিস্তানে দুই দিনের অনুশীলন করার পরেই প্রথম একাদশ বাছবেন আন্তোনিও হাবাস। ২২ সদস্যের দলের মধ্যে প্রথম একাদশে থাকার জন্য একাধিক খেলোয়াড় রয়েছেন। তবে হাবাস সতর্ক, নাসাফের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে গেলে পূর্ণ প্রস্তুত হয়েই নামতে হবে।