ডার্বির আগে সুখবর মেরিনার্সদের জন্য, ফিরছেন এই তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের এই মরশুমের প্রথম ডার্বি আয়োজিত হতে, হাতে আর মাত্র এক সপ্তাহ বাকি। ইতিমধ্যে বুক মাই শো সাইটে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। বাংলার বড় ম্যাচ নিয়ে উত্তেজনার পারদও ফুটবল ভক্তদের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে। এরই মধ্যে সুখবর মেরিনার্সদের জন্য।
চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন এটিকে মোহনবাগান দলের রক্ষণ ভাগের অন্যতম প্রধান স্তম্ভ কার্ল ম্যাকহিউ। বেশ কিছুদিন চোটের জন্য বাইরে থাকার পর আইরিশ ডিফেন্ডারকে শেষ কিছুদিন এটিকে মোহনবাগান দলের সাথে অনুশীলন মাঠে দেখা যায়। সেখানে তিনি মাঠের পাশে ওয়ার্ম আপ করেন এবং চিকিৎসকের পরামর্শে রিহ্যাব করতে থাকেন। তবে কার্লকে পুরোদমে অনুশীলন করতে দেখা যায় আজ। অনুশীলনে তাঁর প্রস্তুতি দেখে বলাই যায় কার্ল এখন সুস্থ।