এই তরুণ প্রতিভাকে আরও তিন বছরের জন্য ধরে রাখল এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একের পর এক তারকা খেলোয়াড়দের সই করিয়ে চমকে দিয়ে চলেছে এটিকে মোহনবাগান। কিন্তু দলের তরুণ প্রতিভাদের প্রতি নজর রাখতে কোনও কসরত বাকি রাখছে না মেরিনার্সরা। এবার এই তরুণ তারকাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে রেখে দিল সবুজ-মেরুণ ব্রিগেড।
প্রতিভাবান গোলকিপার আর্শ আনোয়ারকে আরও তিন বছরের জন্য রিটেইন করল এটিকে মোহনবাগান। বুধবার এমনটাই ঘোষণা করা হয়েছে। এএফসি কাপের প্রাক ও মূল পর্বে আর্শের পারফর্মেন্স নজর কেড়েছিল কোচ জুয়ান ফেরান্ডোর।
আর এর জেরেই এই দীর্ঘমেয়াদী চুক্তিবৃদ্ধি হল। যা খবর, আর্শকে প্রথম একাদশে আনার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। এছাড়া আর্শকে এটিকে মোহনবাগানের ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে।