হার ভুলে জামসেদপুর এফসির বিরুদ্ধে প্রথম একাদশে এই চমক আনছে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-৫ আত্মসমর্পণের পর এবার এটিকে মোহনবাগানের সামনে জামসেদপুর এফসি। অ্যালেক্স লিমা, নেরিলাস ভালস্কিস, জর্ডান মারে সমৃদ্ধ জামসেদপুরের আক্রমণ ও পিটার হার্টলের নেতৃত্বাধীন ডিফেন্সের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে পড়তে হবে সবুজ-মেরুণ ব্রিগেডকে। সোমবার জামসেদপুর এফসির মুখোমুখি এটিকে মোহনবাগান।
কোচ আন্তোনিও হাবাস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, জামসেদপুর ম্যাচে তিরি থাকছেন ২০ সদস্যের স্কোয়াডে। তবে তিনি প্রথম একাদশে আসবেন কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে। যদি তিরি আসেন, তাহলে কার্ল ম্যাকহিউ বেঞ্চে চলে যাবেন।
এদিকে লাল কার্ড খাওয়া দীপক টাংরির জায়গায় প্রথম একাদশে আসতে পারেন মাইকেল সুসাইরাজ। সেক্ষেত্রে তিরির সাথে সেন্ট্রাল ডিফেন্সে জায়গা করে নেবেন প্রীতম কোটাল। আর লেনি রডরিগেজের পাশে থাকবেন জনি কাউকো। তবে তিরি না খেললে ম্যাকহিউ ডিফেন্স খেলবেন প্রীতমের সাথে। আর লেনির পাশে থাকবেন জনি।
এদিকে আক্রমণভাগ একই থাকবে। মনবীর সিং ও লিস্টন কোলাসো দুই উইং থেকে আক্রমণে উঠবেন। আর ফরোয়ার্ডে রয় কৃষ্ণাকে বল সাপ্লাই দেবেন অ্যাটাকিং মিডফিল্ডে থাকা হুগো বৌমোস।
জামসেদপুর এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং (গোলকিপার), মাইকেল সুসাইরাজ, প্রীতম কোটাল, তিরি / কার্ল ম্যাকহিউ, শুভাশিস বোস, জনি কাউকো, লেনি রডরিগেজ, মনবীর সিং, হুগো বৌমোস, লিস্টন কোলাসো, রয় কৃষ্ণা।