ডার্বি ম্যাচে এমনটা হতে পারে এটিকে মোহনবাগানের প্রথম একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের অষ্টম মরশুমের প্রথম ধুন্ধুমার খেলা কলকাতা ডার্বি, ২৯ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে। বাংলার দুই শতাব্দী প্রাচীন ক্লাব এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হবে একে অপরের। গত ছয়টি ডার্বি ম্যাচের বিজয়ী এটিকে মোহনবাগান দলের এবারের আইএসএলের শুরু খুব ভাল হয়নি।
তবে গত ম্যাচে কেরলের মাঠে কেরালা ব্লাস্টার্সকে ৫ গোলে হারিয়ে সবুজ মেরুণ দল তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে তিন পয়েন্ট অর্জনের আশায় আজ মাঠ ভরাবেন মেরিনার্সরা।
প্রিয় দলের হয়ে গলা ফাটানোর আগে দেখে নিন কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগান দলের সম্ভাব্য দল কী হতে পারে।
গত এক সপ্তাহের অনুশীলন দেখে বোঝা গেছে, সবুজ মেরুণ দলের প্রশিক্ষক জুয়ান ফেরান্দো তাঁর দলে খুব বেশি পরিবর্তন করবেন না।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগান দলের সম্ভাব্য দল- গোল রক্ষার দায়িত্বে থাকবেন গোলরক্ষক বিশাল কাইথ। রক্ষণ ভাগে থাকতে পারেন ব্র্যান্ডন হামিল, প্রীতম কোটাল এবং শুভাশিস বসু । মাঝ মাঠ সামলানোর দায়িত্বে থাকবেন জনি কাউকো, দীপক টাংরি। তাদের সাহায্য করবেন অ্যাটাকিং মিডফিল্ডার খেলবেন হুগো বুমোস। দুই পাশের উইং ব্যাক পজিসনে থাকবেন আশিস রাই এবং মনবীর সিং। আক্রমণ ভাগে থাকবেন দিমিত্রি পেত্রাতোস এবং লিস্টন কোলাসো।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ -
বিশাল কাইথ (গোলকিপার), ব্র্যান্ডন হ্যামিল, প্রীতম কোটাল (অধিনায়ক), শুভাশিস বসু, জনি কাউকো, দীপক টাংরি, আশিস রাই, মনবীর সিং, হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো।