চেন্নাইন এফসির বিরুদ্ধে প্রথম একাদশে এই পরিবর্তন করতে চলেছে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুরন্ত চেন্নাইন এফসির বিরুদ্ধে আগামী শনিবার মাঠে নামবে এটিকে মোহনবাগান। এর আগে মুম্বই সিটি এফসি ও জামসেদপুর এফসির বিরুদ্ধে ডিফেন্সগত সমস্যায় পড়েছিল, তার সাথে আক্রমণভাগেও চলছিল অফ ফর্ম। আর এর জেরে প্রথম একাদশে কোচ আন্তোনিও হাবাস পরিবর্তন আনতে চলেছেন।
গোলে বরাবরই থাকছেন অমরিন্দর সিং। এদিকে কার্ল ম্যাকহিউয়ের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন তিরি। এদিকে সুমিত রাঠিকে ডিপ ডিফেন্সে রাখতে চাইছেন কোচ আন্তোনিও হাবাস। দুই প্রান্তের ডিফেন্সে যথারীতি থাকছেন প্রীতম কোটাল ও শুভাশিস বোস।
এদিকে আক্রমণভাগে জোর বাড়াতে আশুতোষ মেহতার জায়গায় লিস্টন কোলাসোকে ফিরিয়ে আনা হতে পারে। মাঝমাঠে জনি কাউকো ও লেনি রডরিগেজের জুটি অব্যাহত থাকবে। আর আক্রমণে হুগো বৌমোস পিছন থেকে খেলা তৈরি করবেন, আর সামনে রয় কৃষ্ণা ও মনবীর সিং আক্রমণে হানা দেবেন।
চেন্নাইন এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং, প্রীতম কোটাল, তিরি, সুমিত রাঠি, শুভাশিস বোস, লেনি রডরিগেজ, জনি কাউকো, লিস্টন কোলাসো, হুগো বৌমোস, মনবীর সিং, রয় কৃষ্ণা।