বেঙ্গালুরুর বিরুদ্ধে আক্রমণের ঝড় তূলতে একাদশে দুই পরিবর্তন করতে পারে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর তিন ম্যাচে জয়হীন থেকে এবার এটিকে মোহনবাগানের সামনে ধুঁকতে থাকা বেঙ্গালুরু এফসি। পাঁচ ম্যাচে মাত্র একটি জয়, এই পরিস্থিতিতে বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের রাস্তায় ফেরার বড় সুযোগ রয়েছে মেরিনার্সদের কাছে।
এমন উপায়ে, কোচ আন্তোনিও হাবাস চাইবেন আক্রমণ আরও বাড়াতে। সেক্ষেত্রে ডিফেন্সে কিছুটা ছাড় দেওয়া হতে পারে, যার সুযোগ নিতে পারেন সুনীল ছেত্রী ও প্রিন্স ইবারা। মূলত ক্লেইটন সিলভা, আর উদান্তা সিং ও জয়েশ রানের রানগুলিকে আটকাতে হবে এটিকে মোহনবাগানকে। এদিকে ডিফেন্সে রোন্ডু মুসাভু-কিং ও অ্যালান কোস্তার ডিফেন্স তেমন শক্তিশালী নয়, যার সুবিধা নেবেই রয় কৃষ্ণারা।
গোলে অবশ্যই শুরু করবেন অমরিন্দর সিং। এদিকে তিরির সাথে সুমিত রাঠি ও প্রীতম কোটালকে ডিপ ডিফেন্সে রাখবেন হাবাস। সাইডব্যাকে শুভাশিস বোসের জায়গায় প্রথম থেকে খেলানো হতে পারে মাইকেল সুসাইরাজকে, যিনি চেন্নাইন ম্যাচে বেশ ভালো খেলেছেন। এদিকে দীপক টাংরিকে সরিয়ে মাঝমাঠে বৈচিত্র্য আনতে লেনি রডরিগেজকে ফিরিয়ে আনা হতে পারে।
মাঝমাঠে জনি কাউকো ও হুগো বৌমোসের যুগলবন্দী বজায় থাকবে। এদিকে আক্রমণে দুই উইং থেকে উঠবেন লিস্টন কোলাসো ও মনবীর সিং। আর আক্রমণের নেতৃত্ব দেবেন রয় কৃষ্ণা।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং, সুমিত রাঠি, তিরি, প্রীতম কোটাল, মাইকেল সুসাইরাজ, লেনি রডরিগেজ, জনি কাউকো, হুগো বৌমোস, লিস্টন কোলাসো, মনবীর সিং, রয় কৃষ্ণা।