ডুরান্ড ডার্বিতে এগিয়ে থাকা এটিকে মোহনবাগান কেমন দল নামাবে? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল। এবং স্বাভাবিকভাবেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনা চরমে। দুই দলই বর্তমানে ডুরান্ডের গ্রুপ বি-তে ধুঁকছে, এই পরিস্থিতিতে ডার্বিতে জয় তোলাটা গুরুত্বপূর্ণ দুই প্রধানের জন্য।
এবারের ডার্বিতে কিছুটা হলেও এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। যদিও গত কয়েক বছরের নিউক্লিয়াস ভেঙে গিয়েছে, তবে লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, জনি কাউকো, হুগো বুমোসদের মত তারকাদের নিয়ে নিঃসন্দেহে শক্তিশালী দল এই এটিকে মোহনবাগান। এই পরিস্থিতিতে কি দল নিয়ে নামবে এটিকে মোহনবাগান? দেখে নেওয়া যাক।
ডার্বির মত গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ জুয়ান ফেরান্ডো নিজের সেরা গোলকিপার বিশাল কাইথকে রাখবেন গোলে। এদিকে তিন ব্যাকের ডিফেন্সে থাকবেন প্রীতম কোটাল, ফ্লোরেন্টিন পোগবা ও শুভাশিস বোস। এই ম্যাচে প্রীতম ও পোগবার জুটির উপর অনেকটাই নির্ভর করবে এটিকে মোহনবাগানের জেতা-হারা।
দুই উইং হাফে খেলতে পারেন আশিক কুরুনিয়ন ও আশিস রাই। মাঝমাঠে কার্ল ম্যাকহিউ ও দীপক টাংরি শুরু করতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জনি কাউকোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
এবং ফরোয়ার্ডে কিছুটা পিছন দিক থেকে খেলবেন হুগো বুমোস। আর লিস্টন কোলাসো আক্রমণে নেতৃত্ব দিতে পারেন। সময়ে সময়ে আশিক কুরুনিয়নের সাথে জায়গা অদল-বদলেও যেতে পারেন লিস্টন, যাতে প্রতিপক্ষ খেলা ধরতে না পারে।
ফর্মেশন - ৩-৪-১-২
বিশাল কাইথ, প্রীতম কোটাল, ফ্লোরেন্টিন পোগবা, শুভাশিস বোস, আশিস রাই, কার্ল ম্যাকহিউ, দীপক টাংরি, আশিক কুরুনিয়ন, জনি কাউকো, হুগো বুমোস, লিস্টন কোলাসো।